#মুম্বই: বলিউড অভিনেত্রী ও ভারতীয় ক্রিকেটের ফাস্ট লেডি অনুষ্কা শর্মা বেশিরভাগ সময়েই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন ৷ চলচ্চিত্র জগৎ থেকে বেশ লম্বা সময় থেকেই অনেকটাই দূরে রয়েছেন তিনি ৷ তবুও ভক্তদের জন্য সব সময়েই সোশ্যাল মিডিয়ায় ভিডিও ও ছবি শেয়ার করেন তিনি ৷ অনুষ্কার স্বামী তথা ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক টিমের মধ্যে সব থেকে বেশি ফিট খেলোয়াড় ৷ অনুষ্কাও ফিটনেস নিয়ে কখনই অবহেলা করেন না ৷
#FitnessFriday: @anushkasharma is giving us all major fitness goals. #AnushkaSharma pic.twitter.com/Utgx8yG8Zs
— Urban Asian (@UrbanAsian) February 28, 2020
তিনি ফিটনেস নিয়ে সব সময়েই সিরিয়াস ৷ জিরো পর আর বড় পর্দায় দেখা যায়নি অনুষ্কাকে ৷ নিজের ফিটনেস নিয়ে কখনই আপোস করেননি তিনি ৷ ইদানিং অনুষ্কার এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখতে পাওয়া গিয়েছে জিমে গাম ঝরাচ্ছেন তিনি ৷ তাঁর এই ভিডিও নিমেষেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ দেখা যাচ্ছে একটি ভারী ভরকম ওজন তুলেছেন তিনি ৷ সেই ভিডিও কাঁপাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ৷ মুহূর্তেই ইনস্টাগ্রামে ভিডিওটি বাইরাল হয়েছে ছবিটি শেয়ার করে অনুষ্কা লিখেছেন (I Lift Bro) ৷ ছবিতে দেখতে পাওয়া গিয়েছে ৩০ কিলো ওজন ওঠানোর পরে লম্বা নিঃশ্বাস নিচ্ছেন ৷
View this post on Instagram2020 Calendar Shot Happy 25 years of doing what you love @dabbooratnani ! Here’s to many many more ✨
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anushka Sharma, Bollywood, Viral Video