• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • মা হো তো অ্যায়সি, মেয়ে ভামিকা-র কোনও ছবি তুলতে দেবেন না বলে যা করলেন Anushka Sharma

মা হো তো অ্যায়সি, মেয়ে ভামিকা-র কোনও ছবি তুলতে দেবেন না বলে যা করলেন Anushka Sharma

Photo Courtesy- Instagram

Photo Courtesy- Instagram

অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি যা করছেন তা ভাবনার বাইরে...

 • Share this:

  #পুণে: মেয়ের জন্মের সুখবরটা বিরাট কোহলিই দুনিয়াকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিয়েছিলেন৷ কিন্তু খুদে ভামিকার ব্যক্তিগত স্পেস রক্ষা করার আবেদন জানিয়েছিলেন বাবা বিরাট৷ কোনও ভাবেই যেন মেয়ের ছবি সামনে না আসে তার জন্য চেষ্টার কোনও কসুর করছেন না বিরাট ও অনুষ্কা৷ ফের একবার মরিয়া মায়ের সেই চেষ্টাই ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক ও পাপারাৎজিরা৷

  এই মুহূর্তে ভারত, ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলছে৷ এর আগে টি টোয়েন্টি সিরিজ খেলা হয়েছিল আহমেদাবাদে৷ তাই পুণেতে ম্যাচ খেলার জন্য ফের সফর করেছে টিম ইন্ডিয়া ও তাঁদের পরিবারের সদস্যরা৷ এবারের সফরে বিরাটের সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী অনুষ্কা ও মেয়ে ভামিকা৷ ১১ জানুয়ারি ভামিকা জন্মেছে৷ কিন্তু ইতিমধ্যেই সে চুটিয়ে সফর শুরু করে দিয়েছে৷

  এবার পুণে যাওয়ার সময় সরষে রঙের টপ ও জিনস পরেছিলেন মা অনুষ্কা৷ আর কোলে ছিল ভামিকা৷ তাকে একটি তোয়ালে দিয়ে আপাদমস্তক ঢেকে নিয়েছিলেন মা অনুষ্কা৷ ক্যামেরাম্যানরা ভামিকার এক কুঁচি ছবির জন্য হা পিত্যেশ করে বসে রইলেন, কিন্তু সেই বসে থাকাই সার হল ৷ তুখোড় মা তাঁর ছানাকে নিয়ে একদম সুরক্ষিতভাবে বেরিয়ে গেলেন৷ দেখে নিন সেই ছবি৷

  এদিকে এর আগে আহমেদাবাদে যাওয়ার আগে বিমানবন্দরে এক ঝলকে দেখা গিয়েছিল খুদে ভামিকাকে ৷ সেই সময়তেও অবশ্য খুদের মুখাবয়ব অধরাই ছিল৷

  অনুষ্কা ও বিরাট কোহলির প্রথম আলাপ একটি শ্যাম্পুর বিজ্ঞাপনী শ্যুটিংয়ে৷ তাঁদের দেখা হয়েছিল৷ তারপর থেকে দীর্ঘ সময় ডেটিং -প্রেমের পর সাত পাকে বাধা পড়েন বিরাট -অনুষ্কা৷ ইতালির টাস্কানিতে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে সারেন ভারত অধিনায়ক ও বলিউড চলচ্চিত্র দুনিয়ার তারকা অভিনেত্রী৷ এরপর ২০২০-র অগাস্টে সন্তান জন্মানোর সুখবরটি দেন বিরুষ্কা৷

  নিজেদের ভালোবাসার একাধিক মুহূ্র্ত সামাজিক মাধ্যমে নিজেরাই শেয়ার করেলও নিজেদের সন্তানের বিষয়ে একেবারে অন্য স্টান্স নিয়েছেন বিরাট ও অনুষ্কা৷ তাই এখনও নতুন অতিথি দেখার আগ্রহ মনেই রাখতে হচ্ছে ফ্যানদের৷

  Published by:Debalina Datta
  First published: