#মুম্বই: অনুষ্কা শর্মা। বলিউডের জনপ্রিয় নায়িকা! সেই সঙ্গে বিরাট কোহলির স্ত্রীও তিনি। অনুষ্কা শুধু অভিনেত্রী নন একজন প্রোডিউসারও। তাঁর প্রযোজিত ছবি 'বুলবুল' নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। এই ছবিতে টলিউডের পরমব্রত চট্টোপাধ্যায় ও পাওলি দামও আছেন। রাহুল বোসকে একেবারে অন্য রকম চরিত্রে দেখা গেছে এই ছবিতে। দর্শকের প্রশংসা পেয়েছে 'বুলবুল'। অনুষ্কা যে কাজেই হাত দেন তাই সফল হয়। তবে এত শক্তি তিনি পান কোথা থেকে?
শক্তির রহস্য ফাঁস করলেন অনুষ্কা নিজেই। অনুষ্কা জানালেন কোথা থেকে পান তিনি ইমিউনিটি। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবি শেয়ার করলেন অনুষ্কা। সঙ্গে রয়েছেন তাঁর প্রিয় কুকুর। ঘুম থেকে উঠেই. রাতের পোশাকে ছবি পোস্ট করলেন তিনি। অনুষ্কা জানিয়েছেন, প্রতিদিন সকালে তিনি ওয়েল মাউথ ওয়াশ করেন। যার আর্য়ুবেদিক নাম 'কাভালা' বা 'গান্দুষা'। মুখে আর্য়ুবেদিক তেল নিয়ে ভাল করে কয়েক সেকেন্ড কুলকুচি করতে হবে। তারপর ব্রাশ করে নিতে হবে। এই কাজ রোজ সকালে খালি পেটে করতে হবে। এতে দাঁতের স্বাস্থ্য যেমন ভাল থাকে। তেমনই বাড়ে ইমিউনিটি। তিনি আরও জানান প্রতিদিন সকালে এটা না করলে তাঁর দিন শুরু হয় না। ইমিউনিটি বাড়াতে তিনি সকলকে এই 'কাভালা' করতে বলেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anushka Sharma, Bollywood, Virat Kohli