Home /News /entertainment /
গর্ভাবস্থায় অনুষ্কার প্রিয় খাবার ফুচকা, যেকোনও দিনই ঘর আলো করে আসবে প্রথম সন্তান

গর্ভাবস্থায় অনুষ্কার প্রিয় খাবার ফুচকা, যেকোনও দিনই ঘর আলো করে আসবে প্রথম সন্তান

অনুষ্কা শর্মা ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷

অনুষ্কা শর্মা ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷

এই মাসেই যেকোনও দিনই আসতে পারে বহু আকাঙ্খিত সুসংবাদ

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: মা হওয়ার দিন খুব একটা দূরে নয় ৷ এই মাসের যে কোনও সময়ে মা হবেন বিরাট পত্নী অনুষ্কা শর্মা ৷ তাই হবু সন্তানের জন্য প্রহর গুনছেন বিরুষ্কা ৷ একটি কথা প্রচলিত আছে গর্ভাবস্থায় যা যা খেতে ইচ্ছে করে তাই খাওয়া উচিৎ, আর সেটাই এই মুহূর্তে করছেন অনুষ্কা শর্মা ৷ সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় অনুষ্কা শর্মা, সেই কারণেই তাঁর খাবার দাবারের বিষয়টি জানতে পারা যায় অতি সহজেই ৷ কী খাচ্ছেন বা কী না খাচ্ছেন? তবে গর্ভাবস্থাতেও অনুষ্কা স্বাস্থ্য সচেতন, খেয়াল রাখছেন যাতে ওজন না বেড়ে যায় ৷

সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুটি ছবি শেয়ার করেছেন প্রথম ছবিতে দেখতে পাওয়া গিয়েছে ডাবের জল প্রস্তুত অনুষ্কার জন্য ৷

আর অন্য ছবিতে দেখতে পাওয়া গিয়েছে ফুচকা মশলা সহযোগে প্রস্তুত ৷

মাতৃত্বের প্রাক মুহূর্ত বেশ ভাল ভাবেই উপভোগ করছেন ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি অনুষ্কা শর্মা ৷ সম্প্রতি অনুষ্কা শ্রমা তাঁর স্বামী বিরাট কোহলির সঙ্গে বান্দ্রার এক ক্লিনিকে গিয়েছিলেন ৷ এরপর থেকেই ভক্তদের মনে কাউন্টডাউন আসতে শুরু করে যে কোনও সময়েই সুখবর আসবে ৷

সেই আগ্রহেই সারা পৃথিবী জুড়ে বিরুষ্কার ভক্তরা প্রার্থনা শুরু করেছেন ৷ সব কিছুই যেন সুস্থ ও স্বাভাবিক ভাবেই হয় ৷ আমাদের পক্ষ থেকেও বিরাট-অনুষ্কার জন্য রইল আগাম শুভেচ্ছা ৷ তাঁদের ঘর আলো করে আসে যেন সুস্থ ও স্বাভাবিক সন্তান ৷

Published by:Arjun Neogi
First published:

Tags: Anushka Sharma