শেষ মুহূর্তের চেকআপের জন্য বিরাটের সঙ্গে ক্লিনিকে 'হবু মা' অনুষ্কা, বিরুষ্কার ভিডিও তুমুল ভাইরাল...
অগাস্ট মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন অনুষ্কা। তারপর থেকেই পেজ থ্রি-র পাতায় চর্চার কেন্দ্রবিন্দুতে হবু বাবা-মা। তাঁর প্রেগন্যান্সি ফ্যাশন থেকে ডায়েট- সবই প্রথম থেকেই খবরের শিরোনামে।
#মুম্বই: মা হতে চলেছেন অনুষ্কা শর্মা। নতুন বছরের শুরুতেই আসবে নতুন অতিথি। দেশের অন্যতম চর্চিত জুটি বিরুষ্কার সন্তানের আগমন ঘিরে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের উন্মাদনার শেষ নেই।
অগাস্ট মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন অনুষ্কা। তারপর থেকেই পেজ থ্রি-র পাতায় চর্চার কেন্দ্রবিন্দুতে হবু বাবা-মা। তাঁর প্রেগন্যান্সি ফ্যাশন থেকে ডায়েট- সবই প্রথম থেকেই সংবাদ শিরোনামে। এমনকি এই অবস্থায় ম্যাগাজিনের কভার ফটোর জন্য শুটিংও করেছেন। এবার মুম্বইয়ের এক ক্লিনিকের বাইরে লেন্সবন্দি হলেন অনুষ্কা। সেই ভিডিও এবং ছবি ক্যামেরাবন্দি করেছেন পাপারাৎজিরা।
বুধবার সাদা-নীল স্ট্রাইপ স্লিভলেস মিডি ড্রেসে বিরাটের সঙ্গে শেষ মুহূর্তের চেক-আপের জন্য ক্লিনিকে এসেছিলেন গর্ভবতী অনুষ্কা। সঙ্গে পায়ে ছিল সাদা রঙের কেডস। করোনা আবহে খুব স্বাভাবিকভাবে মাস্কে মুখ ঢেকে রেখেছিলেন নায়িকা। মুখ ঢাকা ছিল বিরাটেরও। ক্লিনিকে দেখানর পরে গাড়িতে দু-জনকে সেখান থেকে বেরিয়ে যেতেও দেখা যায়।
আপতত গর্ভাবস্থার তৃতীয় ও শেষ পর্যায়ে রয়েছেন অনুষ্কা। জানুয়ারি মাসেই ভূমিষ্ঠ হবে সন্তান। তবে অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজ থেকে ছুটি নেননি নায়িকা। গোটা আইপিএলের মরসুম বিরাটের সঙ্গে দুবাইতে কাটিয়ে দেশে ফেরবার পর টানা এক সপ্তাহ বিজ্ঞাপনী প্রচারের শ্যুটিং সেরেছেন।
এ দিকে অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথম টেস্ট ম্যাচ শেষ হওয়ার পর পিতৃত্বকালীন ছুটিতে ইতিমধ্যেই দেশে ফিরেছেন বিরাট কোহলি। সন্তান আসার আগে স্ত্রীর পাশেই থাকতে চান বিরাট। এ দিন ক্লিনিকেও বিরাটকে দেখা গিয়েছে বলি নায়িকার এক্কেবারে পাশে থাকতে। দু-জনে মিলে অপেক্ষার প্রহর গুনছেন।