#মুম্বই: অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) এবং ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) কোলে এ বছরই এসেছে সন্তান। সেই সন্তানের নাম বিরুষ্কা রেখেছেন ভামিকা। সম্প্রতি তারকা দম্পতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সেই ভিডিওয় দেখা যাচ্ছে বিরাট-অনুষ্কা তাঁদের এক রত্তি মেয়ের বেবিম্যাটে বসে রয়েছেন। পশুদের সুরক্ষা নিয়ে কাজ করছেন শিবসেনার রাহুল এন কানাল। তাঁকে ধন্যবাদ জানাতেই এই ভিডিও করেছেন তাঁরা।
বিরাট ও অনুষ্কা বলছেন, "পশুদের কল্যাণের জন্য তোমার সংস্থা যা কাজ করছে তা সত্যিই অসাধারণ এবং সেইজন্য তোমাকে ও তোমার সংস্থাকে আমরা অসংখ্য অভিনন্দন জানাচ্ছি।" তারকা দম্পতি আরো বলছেন, "আরো একটা জিনিস বলতে চাই, তোমার এই কাজে যদি কখনো প্রয়োজন পড়ে জানিও। আমরা সাহায্য করতে পারলে খুব খুশি হব। তোমায় অনেক শুভেচ্ছা।"
View this post on Instagram
বিরাট-অনুষ্কা দুজনেই যে পশুপ্রেমী তা সর্বজনবিদিত। পশুদের অধিকার নিয়ে তারা কাজ করেন। অতীতেও এই বিষয় নিয়ে তারা অনেক কথা বলেছেন। পথকুকুর ও বিড়ালদের থাকার জন্য মুম্বইতে দুটি শেল্টার তৈরি করেছেন বিরাট কোহলি ফাউন্ডেশন। তবে পশুদের প্রতি ভালোবাসার বিষয়টিতে অনুষ্কাই বিরাটকে অনুপ্রাণিত করেছেন। এই বিষয়গুলো নিয়েই আজ ভিডিওয় কথা বলেন তারা।
আর তখনই ছোট্ট ভামিকার বেবি ম্যাটে বসে থাকতে দেখা যায় তারকা দম্পতিকে। সদ্যোজাত সন্তানকে ক্যামেরার থেকে দূরে রেখেছেন অনুষ্কা এবং বিরাট। ঠিক করেছেন জ্ঞান হওয়া অবধি পাপারাজ্জিদের ভিড় থেকে সরিয়ে রাখবেন একমাত্র মেয়েকে। আর তাই বিরুষ্কা ভক্তদের প্রবল কৌতুহল ভামিকাকে এক ঝলক দেখার। কিন্তু কবে সেই ইচ্ছা পূরণ হবে তার সময় বলতে পারবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anushka Sharma, Bollywood News, Vamika, Virat Kohli