• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • করোনা জয় করে বাড়ি ফিরলেন অনুপম খেরের মা ! হাসপাতাল থেকে ভিডিও পোস্ট করলেন অভিনেতা !

করোনা জয় করে বাড়ি ফিরলেন অনুপম খেরের মা ! হাসপাতাল থেকে ভিডিও পোস্ট করলেন অভিনেতা !

photo source Instagram

photo source Instagram

আজ অনুপম খের একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন তাঁর মা ভাল আছেন।

 • Share this:

  #মুম্বই: অমিতাভ বচ্চন করোনা আক্রান্ত হওয়ার পর পরই করোনায় আক্রান্ত হয়েছিলেন অনুপম খেরের মা। এই খবর ট্যুইট করে জানিয়েছিলেন তিনি। তাঁর মায়ের বয়স ৮০র ওপরে। বাড়ির অন্য সদস্যরাও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে তাঁর মায়ের সমস্যা বেশি হওয়ায় কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর পর মাকে নিয়ে বেশ চিন্তাতেই ছিলেন তিনি।

  তবে আজ অনুপম খের একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন তাঁর মা ভাল আছেন।  মাকে আজ হাসপাতাল থেকে আনতে যান অনুপম খের। মাকে দেখতে গিয়ে তিনি দেখেন, মা পুরো সুস্থ। মাকে তিনি বলেন বাড়ি যাবে তো? মা সঙ্গে সঙ্গে রেডি হয়ে নেন । বলেন, 'চলো আমি একদম ঠিক আছি।' এই ভিডিও তিনি ইনস্টাতে শেয়ার করে সকলকে ধন্যবাদ জানিয়েছেন। এই বয়সেও তাঁর মায়ের স্পিরিট দেখে সকলেই প্রশংসা করেছেন।

  ওদিকে আপাতত ভাল আছেন অমিতাভ বচ্চন। যদিও তিনি এখনও হাসপাতালেই আছেন। অভিষেক বচ্চন, ঐশ্বর্য এবং আরাধ্যাও ভাল আছেন। তবে তাঁদের কাউকেই এখনও ছাড়া হয়নি হাসপাতাল থেকে। দেশ জুড়ে চলছে করোনা আতঙ্ক। এই ভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করায় ফের চিন্তায় প্রশাসন।

  Published by:Piya Banerjee
  First published: