#মুম্বই: অনেকদিন পর তাঁকে খুব খুশি খুশি দেখতে লাগছে । আনন্দে আত্মহারা হয়ে গিয়েছেন অঙ্কিতা লোখান্ডে । বহুদিন একেবারে লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিলেন তিনি । সুশান্তের মৃত্যুর চরম ধাক্কাটা যেন কিছুতেই হজম হচ্ছিল না।
তবে আশার আলো এটা যে, ধীরে ধীরে আবার জীবনের মূল স্রোতে ফিরছেন অঙ্কিতা । শোক-দুঃখ-বেদনাকে একটু দূরে সরিয়ে রেখে আবার জীবনকে উপভোগ করতে শুরু করেছেন তিনি ।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অঙ্কিতা একটি ছবি পোস্ট করেছেন । সেই ছবি দেখে একসঙ্গে অনেকগুলো প্রশ্ন উঠে আসছে ভক্তদের মনে । দুই যমজ সন্তানকে কোলে নিয়ে রয়েছেন অঙ্কিতা । দেখেই বোঝা যাচ্ছে, তিনি খুবই খুশি । ছবির ক্যাপশনে লিখেছেন, ‘‘আমাদের পরিবারে আবার আনন্দ এসেছে- নতুন জীবন শুরু হল । আমাদের পরিবার এদের জন্মে আরও পরিপূর্ণ হল । ওয়েলকাম আবীর ও আবীরা ।’’
অঙ্কিতার এই পোস্টের পরেই প্রশ্ন উঠতে শুরু করে, অঙ্কিতা কী সদ্যই মা হয়েছেন । নাকি তিনি সন্তান দত্তক নিলেন ।নাকি এই সন্তান তাঁর পরিবারের অন্য কোনও আত্মীয়ের । সেই প্রশ্নের উত্তর অবশ্য তাঁপ পোস্টে খোলসা করেননি অঙ্কিতা।