#মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত জোরকদমে চালাচ্ছে সিবিআই, ইডি ও এনসিবির মতো দেশের শীর্ষ সংস্থা। পরিবার, ভক্ত এবং বন্ধুরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিয়মিত সুশান্তের জন্য ন্যায় বিচারের আওয়াজ তুলছেন। সুশান্তের মৃত্যুর সঠিক কারণ সামনে আসুক, চান সুশান্তের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডেও । সম্প্রতি, তিনি সুশাতেন্তের সঙ্গে তাঁর বেড়াতে যাওয়ার একটি থ্রোব্যাক ভিডিও শেয়ার করেছেন৷ এতে দেখা গিয়েছে সুশান্ত প্যারাগ্লাইডিং করছেন এবং তাকে হাওয়ায় উড়তে দেখে তিনি চিৎকার করেছেন। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল।
অঙ্কিতা লোখান্ডে এই ভিডিওটি শেয়ার করেছেন এবং লিখেছেন, সুশান্ত, আমরা সবাই এবং তোমার ভক্তরা তোমায় মিস করি। সুশান্ত এবং অঙ্কিতা তাদের বন্ধুদের সঙ্গে একবার বেড়াতে গিয়েছিলেন এবং সেখানেই সুশান্ত প্যারাগ্লাইডিং করেন। সুশান্ত উড়তে দেখে খুবই ভয় পান অঙ্কিতা এবং সুশান্তের ডাক নাম ধরে চিৎকার করতে থাকেন৷
এই ভিডিওটি শেয়ার করেছেন অভিনেত্রী নাতাশা এবং লিখেছেন- আশা করি এই উড়ান তুমি না নিতে, বন্ধু... বা তাদের সঙ্গেই থাকতে যারা তোমার শিকড়ের সঙ্গে জড়িয়ে রাখত। নাতাশার এই আবেগঘন পোস্ট শেয়ার করেছেন অঙ্কিতা৷
সম্প্রতি রিয়া চক্রবর্তী, সুশান্তের বর্তমান প্রেমিকা এবং সুশান্ত মৃত্যু কাণ্ড অন্যতম অভিযুক্ত বলেন যে সুশান্তের মৃত্যুতে তাঁর প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে একজন বিধবার মতো আচরণ করছেন৷ এর জবাবে একটি পোস্ট করেন অঙ্কিতা এবং সেখানে মহিলা ক্ষমতায়ন নিয়ে তিনি লেখেন এবং রিয়ার বক্তব্যের জবাব দেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sushant singh Rajput