হোম /খবর /বিনোদন /
তাঁর ফ্ল্যাটের EMI দিতেন না সুশান্ত, ব্যাঙ্কের তথ্য শেয়ার করে স্পষ্ট জানালেন অঙ্

তাঁর ফ্ল্যাটের EMI দিতেন না সুশান্ত, ব্যাঙ্কের তথ্য শেয়ার করে স্পষ্ট জানালেন অঙ্কিতা

যে ফ্ল্যাটে আগে সুশান্ত আর অঙ্কিতা থাকেন । সেই ফ্ল্যাটের মাসিক কিস্তি নাকি শেষ দিন পর্যন্ত দিয়ে গিয়েছেন সুশান্ত ।

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সাড়ে ৪ কোটি টাকার লেনদেন নিয়ে প্রথম থেকেই জলঘোলা হয়েছিল। রিয়া ওই টাকা সরিয়েছেন বলে দাবিও উঠছিল । দিন দুয়েক আগে অন্য একটি খবর ভেসে আসে । জানা যায়, ওই টাকা নাকি প্রতি মাসেই সুশান্তের অ্যাকাউন্ট থেকে টাকা হত । আর ওই টাকা যেত অঙ্কিতার ফ্ল্যাটের ইএমআই বাবদ । যদিও ফ্ল্যাটটি এখনও সুশান্তের নামেই নথিভুক্ত করা রয়েছে । মুম্বইয়ের মালাড রোডের ফ্ল্যাটে জবর দখল করে রয়েছেন অঙ্কিতা ।

যে ফ্ল্যাটে আগে সুশান্ত আর অঙ্কিতা থাকেন । সেই ফ্ল্যাটের মাসিক কিস্তি নাকি শেষ দিন পর্যন্ত দিয়ে গিয়েছেন সুশান্ত । আরও মাস পাঁচেকের কিস্তি বাকি রয়েছে ওই ফ্ল্যাটের। এই খবর বাজারে ছড়িয়ে পড়তেই হাওয়া উল্টোদিকে বইতে শুরু করে । সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপ ও কটাক্ষের মুখে পড়তে হয় সুশান্তের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডেকে ।

View this post on Instagram

In continuation

A post shared by Ankita Lokhande (@lokhandeankita) on

এরপরেই জনসমক্ষে এসে অঙ্কিতা জানান, এই তথ্য সম্পূর্ণ ভুল । তার ফ্ল্যাটের কিস্তি তিনি নিজেই প্রতি মাসে জমা দেন । প্রমাণস্বরূপ ব্যাঙ্কের সমস্ত তথ্য সোশ্যাল মিডিয়ায় ছবি তুলে শেয়ারও করেন তিনি ।

Published by:Simli Raha
First published:

Tags: Sushant singh Rajput