#মুম্বই: সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সাড়ে ৪ কোটি টাকার লেনদেন নিয়ে প্রথম থেকেই জলঘোলা হয়েছিল। রিয়া ওই টাকা সরিয়েছেন বলে দাবিও উঠছিল । দিন দুয়েক আগে অন্য একটি খবর ভেসে আসে । জানা যায়, ওই টাকা নাকি প্রতি মাসেই সুশান্তের অ্যাকাউন্ট থেকে টাকা হত । আর ওই টাকা যেত অঙ্কিতার ফ্ল্যাটের ইএমআই বাবদ । যদিও ফ্ল্যাটটি এখনও সুশান্তের নামেই নথিভুক্ত করা রয়েছে । মুম্বইয়ের মালাড রোডের ফ্ল্যাটে জবর দখল করে রয়েছেন অঙ্কিতা ।
যে ফ্ল্যাটে আগে সুশান্ত আর অঙ্কিতা থাকেন । সেই ফ্ল্যাটের মাসিক কিস্তি নাকি শেষ দিন পর্যন্ত দিয়ে গিয়েছেন সুশান্ত । আরও মাস পাঁচেকের কিস্তি বাকি রয়েছে ওই ফ্ল্যাটের। এই খবর বাজারে ছড়িয়ে পড়তেই হাওয়া উল্টোদিকে বইতে শুরু করে । সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপ ও কটাক্ষের মুখে পড়তে হয় সুশান্তের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডেকে ।
View this post on Instagram
এরপরেই জনসমক্ষে এসে অঙ্কিতা জানান, এই তথ্য সম্পূর্ণ ভুল । তার ফ্ল্যাটের কিস্তি তিনি নিজেই প্রতি মাসে জমা দেন । প্রমাণস্বরূপ ব্যাঙ্কের সমস্ত তথ্য সোশ্যাল মিডিয়ায় ছবি তুলে শেয়ারও করেন তিনি ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sushant singh Rajput