দীপিকার সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকেই দীপিকার বোন অনিশাকে খুবই স্নেহ করেন রণবীর ৷ আর তার প্রমাণ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়া দীপিকা, অনিশা ও রণবীরের ছবি ৷ এমনকী, জামাইবাবু রণবীরকেও ভালোবাসেন অনিশা ৷ আর তাই তো রণবীরের জন্মদিনে শুভেচ্ছা জানাতে একেবারেও দেরি করলেন না তিনি ৷
ইনস্টাগ্রামে অনিশা আপলোড করলেন রণবীরের ইমোজি ৷ যেখানে দেখা গেল ভাঙরা নাচছেন রণবীর ৷ সেখানেই অনিশা লিখে ফেললেন জন্মদিনের শুভেচ্ছা জামাইবাবু !