corona virus btn
corona virus btn
Loading

আসছে 'মিস্টার ইন্ডিয়া ২'! কিন্তু শ্রীদেবীকে ছাড়া কী সম্ভব এই ছবি তৈরি করা!

আসছে 'মিস্টার ইন্ডিয়া ২'! কিন্তু শ্রীদেবীকে ছাড়া কী সম্ভব এই ছবি তৈরি করা!
photo source collected
  • Share this:

#মুম্বই: 'মিস্টার ইন্ডিয়া'কে মনে আছে? আরে হ্যাঁ ঠিক ভাবছেন। অনিল কাপুরের কথাই বলা হচ্ছে। অনিল কাপুর আর শ্রীদেবী অভিনীত সেই ছবি ভোলার কথা নয়। যাঁরা এই ছবি একবার দেখেছেন তাঁরাই এই ছবির প্রেমে পড়েছেন। 'কাটে নেহি কাটতি' গানে শ্রীদেবী ও অনিল কাপুরের সেই রোমান্টিক নাচ যেন 'মিস্টার ইন্ডিয়া' বললেই চোখের সামনে ভেসে ওঠে। ১৯৮৭ সালে রিলিজ করেছিল এই ছবি। তারপর কেটে গিয়েছে ৩০ বছরের বেশি সময়। কিন্তু এখনও এই ছবির স্মৃতি তরতাজা। দর্শক কিছুতেই এই ছবির মায়া ত্যাগ করতে পারেনি। আর সেই জন্যই ছবির সিক্যুয়েল আনার কথা ভাবা হয়েছিল বলে শোনা গিয়েছিল। কিন্তু শ্রীদেবীর অকাল মৃত্যুতে থমকে যায় 'মিস্টার ইন্ডিয়া ২' ছবি নিয়ে যাবতীয় পরিকল্পনা। এবার অনিল কাপুর ট্যুইটারে যে ছবিটি পোস্ট করেছেন, তাতে আবার প্রশ্ন উঠছে এই ছবি নিয়ে। মনে হচ্ছে এবার হয়তো পর্দায় আবার দেখা যাবে 'মিস্টার ইন্ডিয়া' ম্যাজিক।

ট্যুইটারে সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন অনিল কাপুর। তাতে লিখেছেন, "আমার আবার 'দেজাভু'র মতো অনুভূতি হচ্ছে। আমি আর শেখর কাপুর দুজনে মিলে আবার 'মিস্টার ইন্ডিয়া'র ম্যাজিক তৈরি করতে চলেছি।" --

পুরো খবর পড়ুন
अगली ख़बर