কবে বিয়ে? শাদি ডট কমে ছবি দিলেন অনন্যা পান্ডে!

Pic: Instagram

Pic: Instagram

বয়স তাঁর মাত্র ২০ ৷ এরমধ্যেই জনপ্রিয়তা উপভোগ করছেন তাড়িয়ে তাড়িয়ে ৷ কিন্তু হঠাৎ তাঁর মাথায় বিয়ের ভূত চাপল কেন ?

  • Last Updated :
  • Share this:

    #মুম্বই: সবেই বলিউডে পা রেখেছেন চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে ৷ কিন্তু এখনও পর্দায় মুখ দেখাননি তিনি ৷ তবে ইতিমধ্যেই ইয়ং জেনেরেশনের মধ্যে অনন্যাকে বেশ মনে ধরেছে ভক্তকূলের ৷বয়স তাঁর মাত্র ২০ ৷ এরমধ্যেই জনপ্রিয়তা উপভোগ করছেন তাড়িয়ে তাড়িয়ে ৷ কিন্তু হঠাৎ তাঁর মাথায় বিয়ের ভূত চাপল কেন ? কেরিয়ার তো এখনও শুরুই হয়নি ৷ তার আগেই বিয়ে? শুধু তাই নয়, ইতিমধ্যেই শাদি ডট কমের প্রোফাইল পিকচার দিলেন অনন্যা ৷নাহ! আসলে আপনি যেমনটা ভাবছেন, বিষয়টা তত গোলমেলে নয় ৷ সম্প্রতি মিষ্টি একটা ফোন করেছেন মিস পান্ডে ৷ হাতে সাদা ফুল, হাল্কা মেক আপ, আর সাদা ট্যাঙ্ক টপে তাঁকে স্নিগ্ধ লাগছে ৷ সেই ছবির ক্যাপশনেই লিখেছেন, ‘‘My Shaadi.com profile picture’’ ৷ পরে অবশ্য লিখেছেন, ‘জাস্ট কিডিং’ ৷অর্থাৎ বোঝাই যাচ্ছে বেশ মজার ছলেই কথাগুলো বলেছেন তিনি ৷ আর এর উত্তরে নানারকম মজার কমেন্টে ভরে যায় অনন্যার ইনবক্স ৷ ২৪ ঘণ্টার মধ্যে সাড়ে তিন লাখ লাইক পড়েছে ছবিটিতে ৷

    View this post on Instagram

    my shaadi.com profile picture #JustKidding

    A post shared by Ananya (@ananyapanday) on

    অনন্যার ভক্তরা কেউ লেখেন, ‘‘রিস্তা পাক্কা, আই ডোন্ট লাইক ইউ, বাট আই লভ ইউ’ ৷ কেউ লিখেছেন, ‘‘লাইন লগ জানি হ্যয় রিস্তো কি’’ ৷ কেউ আবার লিখেছেন, ‘‘আমি এক্ষুনি শাদি ডট কমে নিজের প্রোফাইল খুলব ৷’’সামনেই মুক্তি পাবে পুনিত মালহোত্রার ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ ৷ এই ছবি দিয়েই বি-টাউনে পা রাখবেন অনন্যা ৷
    First published:

    Tags: Ananya Panday, Instagram, Shaadi.com