Home /News /entertainment /
'সারা খুব অপরিস্কার' বিস্ফোরক মা অমৃতা সিং

'সারা খুব অপরিস্কার' বিস্ফোরক মা অমৃতা সিং

সৈফ আলি খান ও অমৃতা সিং-এর সন্তান সারা আলি খান

 • Share this:

  # মুম্বই: সৈফ আলি খান ও অমৃতা সিং-এর সন্তান সারা আলি খান। ইতিমধ্যে রূপালি জগতে পা রেখেছেন সারা, বিপুল প্রশংসিতও। 'হ্যালো' ম্যাগাজিনের কাভারেও দেখা মিলেছে সারার। সঙ্গে তাঁর ভাই ইব্রাহিম খান। ছবিটি ইতিমধ্যেই 'ভাইরাল'!

  সম্প্রতি একটি সাক্ষাৎকারে সারা সম্পর্কে মুখ খোলেন মা অমৃতা সিং। তাঁকে প্রশ্ন করা হয়, সারার কোন স্বভাবটি তাঁর অপছন্দ ? অমৃতা জানান, '' সারা ও ভাই ইব্রাহিম, দুজনেই অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন।''

  স্টার কিড হওয়ায় সারা ও ইব্রাহিমকে নিয়ে আসমুদজর হীমাচলের কৌতূহল তুঙ্গে। সারার বলিউডে পা রাখার পর, সেই কৌতূহল আরও বেড়েছে বইকী! তবে শুতু সারার খারাপ দিক নয়, সাক্ষাৎকারে অমৃতা জানান, '' সারা খুবই ডিসিপ্লিনড, প্রতিটি কাজে মন থেকে বিশ্বা রাখে। জীবনের প্রতীটা ক্ষেত্রে সামঞ্জস্য বজায় রেখে চলে।'' ইব্রাহিম সম্পর্কে তিনি বলেন, সে খুবই শান্ত এবং মানসিক দিক থেকে খুবই দৃঢ়।

  First published:

  Tags: Amrita Singh, Sara Ali Khan

  পরবর্তী খবর