হোম /খবর /বিনোদন /
একেবারে অমিতাভ বচ্চন ! কে ইনি ? মুহূর্তে ভাইরাল ভিডিও

একেবারে অমিতাভ বচ্চন ! কে ইনি ? মুহূর্তে ভাইরাল ভিডিও

photo source collected

photo source collected

চশমা, পোশাক সব কিছুই মিলে যায় বিগবির সঙ্গে। মুখের আদল একেবারে এক। বিশ্বাস হওয়ার কথা নয়। তবে এই ভিডিও দেখলে আপনিও ভাবতে বাধ্য হবেন।

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: হুবহু অমিতাভ বচ্চন। গলার আওয়াজ শুনলেও চমকে উঠতে হয়। কে এই ব্যক্তি? নাম শশীকান্ত পেডভল। থাকেন পুনেতে। তাঁকে দেখতে একেবারে বিগবির মতো। তবে বিগবি টিকটক করেন না। ট্যুইটার করেন। শশীকান্তর এক ভিডিওতেই ঝড় উঠল সোশাল মিডিয়ায়।শশীকান্ত টিকটকে একটি ভিডিও আপলোড করেন। তারপর সেই ভিডিওটি তিনি ট্যুইটারে সেয়ার করেন। মুহূর্তে সেই ভিডিও ভাইরাল হয়। তিনি অমিতাভের সংলাপের সঙ্গে অভিনয় করেন। যা শুনলে চমকে যেতে হয়। চশমা, পোশাক সব কিছুই মিলে যায় বিগবির সঙ্গে। মুখের আদল একেবারে এক। বিশ্বাস হওয়ার কথা নয়। তবে এই ভিডিও দেখলে আপনিও ভাবতে বাধ্য হবেন।

Published by:Piya Banerjee
First published:

Tags: Amitabh Bachchan, Bollywood, Viral Video