#মুম্বই: হুবহু অমিতাভ বচ্চন। গলার আওয়াজ শুনলেও চমকে উঠতে হয়। কে এই ব্যক্তি? নাম শশীকান্ত পেডভল। থাকেন পুনেতে। তাঁকে দেখতে একেবারে বিগবির মতো। তবে বিগবি টিকটক করেন না। ট্যুইটার করেন। শশীকান্তর এক ভিডিওতেই ঝড় উঠল সোশাল মিডিয়ায়।শশীকান্ত টিকটকে একটি ভিডিও আপলোড করেন। তারপর সেই ভিডিওটি তিনি ট্যুইটারে সেয়ার করেন। মুহূর্তে সেই ভিডিও ভাইরাল হয়। তিনি অমিতাভের সংলাপের সঙ্গে অভিনয় করেন। যা শুনলে চমকে যেতে হয়। চশমা, পোশাক সব কিছুই মিলে যায় বিগবির সঙ্গে। মুখের আদল একেবারে এক। বিশ্বাস হওয়ার কথা নয়। তবে এই ভিডিও দেখলে আপনিও ভাবতে বাধ্য হবেন।
Meet Mr. Shasikant Pedval, resident of Pune, who resembles Big B not only in looks but also in his voice and accent... Amazing...!!! 👇👇👇 pic.twitter.com/Ulwoej5fsx
— SpotboyE (@Spotboye) January 28, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amitabh Bachchan, Bollywood, Viral Video