#মুম্বই: তাঁর দ্রুত আরোগ্য কামনায় গোটা দেশজুড়ে চলছে প্রার্থনা৷ কোথাও হচ্ছে যজ্ঞ৷ বিশ্বের বিভিন্ন প্রান্তে তাঁর ভক্তরা প্রতি মুহূর্তে খোঁজ নিচ্ছেন, কেমন আছেন বিগ বি৷ হাসপাতালের বেড থেকেই তামাম ভক্তকূলকে নতমস্তকে প্রণাম জানালেন অমিতাভ বচ্চন৷ ভক্তদের প্রার্থনায় আপ্লুত 'শাহেনশা'৷
T 3593 -प्रार्थनाओं, सद भावनाओं की मूसलाधार बारिश नेस्नेह रूपी बंधन का बांध तोड़ दिया है ;बह गया, तर कर दिया मुझे इस अपार प्यार ने,मेरे एकाकी पन के अंधेरे को जो तुमने,प्रज्वलित कर दिया हैव्यक्तिगत आभार मैं व्यक्त न कर पाउँगा ,बस शीश झुकाके नत मस्तक हूँ मैं
— Amitabh Bachchan (@SrBachchan) July 13, 2020
ট্যুইটারে লিখলেন, 'আপনাদের প্রার্থনায় স্নেহের বাঁধ ভেঙেছে৷ আমি ভেসে গিয়েছি অসীম ভালোবাসায়৷ একাকীত্বের অন্ধকারে আপনারা আলো জ্বালিয়েছেন৷ কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই৷ নতমস্তকে আপনাদের কুর্নিশ৷'
শনিবার রাতে অমিতাভ বচ্চন নিজেই ট্যুইট করে জানান, তিনি করোনা আক্রান্ত। চরম উদ্বেগ শুরু হয় গোটা দেশে৷ রবিবার সকালে মুম্বইয়ের নানাবতী হাসপাতাল জানায়, মৃদু উপসর্গ থাকলেও অমিতাভের শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বিগ বি।
অমিতাভের পাশাপাশি তাঁর ছেলে অভিষেকও করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়েছেন অমিতাভের পুত্রবধূ ঐশ্বর্যা রাই বচ্চন ও নাতনি আরাধ্যাও৷ তবে শুধু অমিতাভ ও অভিষেক হাসপাতালে রয়েছেন ৷ ঐশ্বর্য ও আরাধ্যা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৷