corona virus btn
corona virus btn
Loading

এই প্রথমবার ক্যামেরার সামনে এসে কিছু বলল আরাধ্যা বচ্চন! ভাইরাল সেই ভিডিও

এই প্রথমবার ক্যামেরার সামনে এসে কিছু বলল আরাধ্যা বচ্চন! ভাইরাল সেই ভিডিও
  • Share this:

#মুম্বই: আরাধ্যা বচ্চন ৷ অভিষেক-ঐশ্বর্যর একমাত্র মেয়ে ৷ ৮ বছর বয়স হলেও কখনও তাঁকে নিজের থেকে ক্যামেরার সামনে কিছু বলতে শোনা যায়নি ৷ তবে এবারের হবিষয়টা একটু অন্য ৷ তাই ক্যামেরার সামনে লম্বা ‘ভাষণ’ রাখল পুঁচকে আরাধ্যা ৷ আসলে আরাধ্যার স্কুলে সম্প্রতি হয়ে গিয়েছে বার্ষিক অনুষ্ঠান ৷ মুম্বইয়ের নামজাদা ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে অমিতাভ-নাতনি ৷ সেখানকার বার্ষিক অনুষ্ঠানে আরাধ্যাকে মঞ্চে পারফর্ম করতে দেখা যায় ৷ সকালেই মা-বাবা-দাদু-পিসি আর দিদার হাত ধরে স্কুলে পৌঁছতে দেখা যায় ছোট্ট আরাধ্যাকে ৷ লাল-সবুদ-হলুদ রঙের শাড়িতে সেজেছিল সে ৷ মাথার খোঁপায় লাগিয়েছিল সাদা ফুলও ৷ মঞ্চে উঠে নারী ক্ষমতায়ন নিয়ে ছোট্ট একটি স্পিচ দেয় আরাধ্যা ৷ কিন্তু অতটুকু মেয়ের বলিষ্ঠ কন্ঠস্বর, স্পষ্ট উচ্চারণ আর বক্তব্য পেশ করার ধরণ দেখে তোফা তোফা করছেন নেটিজেনরা ৷ অনেকে ই বলছেন, বচ্চন পরিবারের রক্ত প্রমাণ করছে আরাধ্যা ৷

বিগ বি নিজে ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন নাতনি-আরাধ্যাকে ৷
First published: December 23, 2019, 7:30 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर