Home /News /entertainment /
Amitabh Bachchan: 'শ্রদ্ধাভরে' বিরুষ্কাকে নিয়ে মজার পোস্ট রঙিন বিগ বি'র, কী লিখলেন?

Amitabh Bachchan: 'শ্রদ্ধাভরে' বিরুষ্কাকে নিয়ে মজার পোস্ট রঙিন বিগ বি'র, কী লিখলেন?

শ্রদ্ধাভরে বিরুষ্কাকে নিয়ে মজার ট্যুইট রঙিন বিগ বি'র, কী লিখলেন?

শ্রদ্ধাভরে বিরুষ্কাকে নিয়ে মজার ট্যুইট রঙিন বিগ বি'র, কী লিখলেন?

রবিবার তেমনই এক সময় সোশ্যাল মিডিয়া ঘাঁটতে গিয়ে তাঁর চোখে পড়ে বিরুষ্কাকে নিয়ে একটি জোকস। সেটিই শেয়ার করে অমিতাভ লিখেছেন, 'ENGLISH: Anushka has a huge apartment!'

 • Share this:

  #মুম্বই: হোলির মুড থেকে এখনও বেরোতে পারেননি অমিতাভ বচ্চন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি জোকস দেখে নিজের হাসি থামাতে পারছেন না বিগ বি। এবং সেই মজার জোকস আবার বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে নিয়ে। ইনস্টাগ্রামে সেই জোকস শেয়ার করেছেন অমিতাভ। সেখানে তিনি লিখেছেন, 'রং এখনও যায়নি, আর উৎসবের জোকসও এখনও শেষ হয়নি।' সাধারণত গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন অমিতাভ। তখনই তাঁর নানা পড়াশোনা এবং নিজেও পোস্ট করেন মনের কথা।

  রবিবার তেমনই এক সময় সোশ্যাল মিডিয়া ঘাঁটতে গিয়ে তাঁর চোখে পড়ে বিরুষ্কাকে নিয়ে একটি জোকস। সেটিই শেয়ার করে অমিতাভ লিখেছেন, 'ENGLISH: Anushka has a huge apartment!' এরই সঙ্গে বিরাট কোহলি ও অনুষ্কাকে শ্রদ্ধা জানিয়ে ট্যুইটের হিন্দি তর্জমা করেছেন অমিতাভ। যাতে লেখা রয়েছে, 'অনুষ্কাকে পাস বিরাট খোলি হ্যায়'। অর্থাৎ অনুষ্কার কাছে বিরাট বাড়ি রয়েছে।

  এই জোকসটি মূলত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে অমিতাভ বচ্চনের 'এক্সটেনডেট ফ্যামিলি' অর্থাৎ তাঁর ফ্যানক্লাব। সে কথা নিজেও উল্লেখ করেছেন অমিতাভ। এর আগেও বিরাট-অনুষ্কার মেয়ের জন্মের আগে ট্যুইটারে মজার লেখা শেয়ার করেছিলেন অমিতাভ। ভারতীয় ক্রিকেট দলের বেশিরভাগ খেলোয়াড়ােরর মেয়ে হওয়া নিয়ে ছিল সেই মিমটি। সেটিই পোস্ট করে বিগ বি লিখেছিলেন, 'ভবিষ্যতের মহিলা ক্রিকেট টিম'।

  কাজের দিক থেকে করোনা আক্রান্ত হওয়ার পর ফের শ্যুটিং ফ্লোরে ফিরেছেন অমিতাভ। ৭৮ বছরের অভিনেতা এখন ব্যস্ত 'গুডবাই' ছবির শ্যুটিং নিয়ে। এছাড়াও তাঁর হাতে রয়েছে চেহরে, ব্রহ্মাস্ত্র, ঝুন্ড ও মেডে-র কাজ।

  Published by:Raima Chakraborty
  First published:

  Tags: Amitabh Bachchan, Anushka Sharma, Virat Kohli

  পরবর্তী খবর