#মুম্বই: হই হই করে চলছে কৌন বনেগা ক্রোড়পতি’র ১২তম সিজন । আর সেখানে সঞ্চালনা করতে গিয়েই হঠাৎ ম্যারেজ কাউন্সিলর হয়ে গেলেন স্বয়ং অমিতাভ বচ্চন । এতদিন তাঁকে অভিনেতা, সঞ্চালকের ভূমিকাতেই দেখতে অভ্যস্ত ছিলেন দর্শকরা । এ বার তিনি আরও একটি নতুন ভূমিকায় । ম্যারেজ কাউন্সিলর । বিষয়টা একটু খুলে বলা যাক ।
সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে এসেছিলেন বিহারের বাসিন্দা রুবি সিং । ঘটনাচক্রে তিনি বিগ বি’র সামনে তাঁর পারিবারিক অশান্তির কথা খুলে বলেন । স্বামীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনেন । পেশায় স্কুল শিক্ষিকা রুবি জানান, তাঁর স্বামী ভীষণই লাজুক । তাই কখনওই তাঁকে নিয়ে রেস্তোরাঁয় খেতে যান না । কোথাও ঘুরতেও নিয়ে যান না । আর যদি বা কদাচিৎ তিনি স্ত্রী’কে নিয়ে বেরন, তা হলেও বাড়িতে শ্বশুর-শাশুড়ির কাছে মিথ্যে বলে নিয়ে যান । সত্যি কথা বলার সাহস নেই তাঁর । বাবা-মা’কে তিনি বলেন, মুদিখানার দোকানে যাচ্ছি ।
আর স্বামীর এই আচরণে আহত হয়ে অমিতাভের সামনে তাঁর দুঃখের কথা তুলে ধরেন রুবি । অমিতাভও রুবির স্বামী’কে পরামর্শ দেন, যেন এ বার থেকে বাড়িতে সত্যি কথা বলেই স্ত্রী’কে নিয়ে বাইরে বেরন তিনি । মুম্বইয়ে থাকাকালীন স্ত্রী’কে ফালুদা (এক প্রকার আইসক্রিম) খেতে নিয়ে যাওয়ার অনুরোধও করেন বিগ বি ।
রুবির স্বামী অবশ্য বলিউডের শাহেনশার কথা শুনেছেন কি না তা জানা সম্ভব হয়নি ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।