#মুম্বই: পাকিস্তানের নির্বাচনে ১১৯টি আসনে এগিয়ে রয়েছে ইমরান খানের দল। সরকার গড়তে এই মুহূর্তে প্রয়োজন ১৩৭টি আসন। ফলে, ম্যাজিক ফিগার থেকে অল্পই পিছিয়ে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ।
তেহরিক-ই-ইনসাফকে নিয়ে জল্পনা-কল্পনাও কিছু কম হচ্ছে না! তা হলে কি ইমরান খান-ই এবার পাকিস্তানের হাল ধরবে? প্রশ্ন ঘুরছে জন-সাধারণের মুখে মুখে! এরমধ্যেই মাথাচাড়া দিল নতুন বিতর্ক! তেহরিক-ই-ইনসাফের এক প্রার্থী ঘটিয়ে বসলেন এক 'আজব-গজব' কাণ্ড!
সম্প্রতি সোশ্যাল সাইটে তেহরিক-ই-ইনসাফের এক প্রার্থীর ছবি ভাইরাল হয়। ছবিটি একটি পোস্টার! সেখানে দেখা যায়, ওই প্রার্থী নিজের ছবির সঙ্গে মাধুরী দীক্ষিত এবং অমিতাভ বচ্চনের মুখ জুড়ে পোস্টার বানিয়েছেন!
শহর জুড়ে তা দিব্য শোভাও পাচ্ছে! কাজেই এটা স্পষ্ট, পাকিস্তানের ভোটের প্রার্থী মানুষের কাছে ভোট চেয়েছেন বলিটাউনের দুই কিংবদন্তীকে আশ্রয় করে! তা হলেই ভাবুন, পাকিস্তানে বলিউডের জনপ্রিয়তা কোন পর্যায়ে পৌঁছেছে!
আরও পড়ুন-ফের জমছে স্বস্তিকা-সৃজিতের রসায়ন ! শোরগোল টলিপাড়ায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।