corona virus btn
corona virus btn
Loading

২০ বছর বাদে পর্দায় একসঙ্গে অমিতাভ, 'শিবগামী' রম্যা

২০ বছর বাদে পর্দায় একসঙ্গে অমিতাভ, 'শিবগামী' রম্যা
  • Share this:

#মুম্বই: ২০ বছর বাদে ফের একসঙ্গে পর্দায় অমিতাভ বচ্চন আর 'শিবগামী' রম্যা কৃষ্ণন। এর আগে 'বড়ে মিঞা ছোটে মিঞা'য় দেখা মিলেছিল দু'জনের। এবার, তামিল ছবি 'ইয়ারনথা মানিথান' ছবিতে জুটি বাঁধছেন বিগ-বি ও রম্যা। ছবিটি হিন্দিতেও শ্যুট করা হবে। পরিচালক তামিলভানান।

পরিচালকের ভাষায়, '' দর্শক রম্যা ম্যাম ও অমিত জি-কে খুব ইন্টারেস্টিং দুটো চরিত্রে দেখতে পাবে। এরকম দু'জন কিংবদন্তী শিল্পীর সঙ্গে কাজ করা সত্যিই খুব চ্যালেঞ্জিং অভিজ্ঞতা! এই মুহূর্তে মুম্বইয়ে কিছু গুরুত্বপূর্ণ সিকোয়েন্সের শ্যুট চলছে!''

ছবির নায়ক এস জে সূর্য ট্যুইটারে শেয়ার করন অমিতাভের লুক ! ক্যাপশনে লেখেন, '' আমার জীবনের সবথেকে খুশির মুহূর্ত। ঈশ্বর, মামা, বাবাকে ধন্যবাদ... আমার স্বপ্ন পূরণ হল!'' এই মাসের শুরুতে ছবির শ্যুটিং শুরু হয়েছে।

িািািা্িািািািা্িা

First published: April 4, 2019, 2:36 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर