#লখনউ: ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে বিতর্কে পড়েছে আমাজন প্রাইম ভিডিওর ওয়েবসিরিজ মিরজাপুর। ওয়েবসিরিজের প্রযোক রীতেশ সিধওয়ানি ও ফারহান আখতারের বিরুদ্ধে দায়ের হয় এফআইআর। অবশেষে শুক্রবার সেই গ্রেফতারের উপর স্থগিতাদেশ দিল এলাহাবাদ হাইকোর্ট। তবে এই মামলার তদন্তে তাঁদের যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
এক বিশেষ গোষ্ঠীর ধর্মীয় ভাবাবেগে আঘাতের পাশাপাশি উত্তরপ্রদেশের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগও দায়ের হয় প্রযোজকদের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের মিরজাপুরে কোতওয়ালি দেহাত থানায় দায়ের হওয়া এফআইআর হওয়ার পরে গ্রেফতারির রক্ষাকবচের আবেদন করেছিলেন তাঁরা। অবশেষে হাইকোর্টের বিচারপতি মনোজ কুমার গুপ্তার বেঞ্চ তাঁদের কিছুটা স্বস্তি দিল।
পঙ্কজ ত্রিপাঠী অভিনীত এই ওয়েবসিরিজের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। বৈদ্যুতিন মাধ্যমে অশ্লীল দৃশ্য দেখানো, ধর্মীয় ভাবাবেগে আঘাত, শান্তি ভঙ্গ করতে উসকানি দেওয়া সহ আরও নানা অভিযোগ রয়েছে। ফারহান আখতার ও সিধওয়ানির গ্রেফতারি নিয়ে মার্চের প্রথম সপ্তাহে শুনানি বলে জানিয়েছে আদালত।
প্রযোজকরা যদিও অভিযোগ অস্বীকার করেছেন এবং জানিয়েছেন কারোও ভাবাবেগে আঘাত করা তাঁদের উদ্দেশ্য ছিল না। প্রসঙ্গত, উত্তরপ্রদেশের মিরজাপুরের কোতওয়ালি দেহাত থানায় অরবিন্দ চতুর্বেদী নামে এক ব্যক্তি এই অভিযোগ দায়ের করেন। এই ব্যক্তি পেশায় স্থানীয় সাংবাদিক। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনের উপরে কেন্দ্র করে একটি বইও লিখেছেন।
তিনি মিরজাপুর -এর এক্সিকিউটিভ প্রোডিউসার, রিতেশ সিধওয়ানি, ফারহান আখতার ও ভৌমিক গোন্দোয়ালিয়া এবং আমাজন প্রাইম ভিডিও প্ল্যাটফর্মের বিরুদ্ধে এফআইআর দায়েক করেছেন। তাঁর অভিযোগ এক বিশেষ গোষ্ঠীকে অপরাধ, অবৈধ সম্পর্ক, গালিগালাজ, ভেদাভেদের সঙ্গে যুক্ত করা হয়েছে। এছাড়াও বিচারব্যবস্থাকেও কালিমালিপ্ত করেছে বলে এই সিরিজের বিরুদ্ধে অভিযোগ সাংবাদিকের।
এই ওয়েবসিরিজে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, রসিকা দুগ্গাল, আলি ফেজল, বিক্রান্ত মাসে, শ্বেতা ত্রিপাঠী সহ আরও অনেকে।