#মুম্বই: সবে বলিউডে পা রেখেছেন পূজা বেদীর মেয়ে আলায়া ফার্নিচারওয়ালা । সইফ আলি খান আর তব্বুর সঙ্গে আলায়ার প্রথম সিনেমা ‘জওয়ানি জানেমন’-এ তাঁর অভিনয় বেশ পছন্দ হয়েছে দর্শকদের । হট, সেক্সি, সুন্দরী আলেয়া অভিনয়ের পাশাপাশি তাঁর মিষ্টি ব্যবহারেও দর্শকদের মন জয় করে নিয়েছেন । যখনই পাপারাৎজিদের ক্যামেরা তাঁকে তাক করুক না কেন, সর্বদাই হাসি মুখে সকলকে অভিবাদন জানাতে দেখা যায় তাঁকে ।
আর এর পাশাপাশি আলেয়ার সৌন্দর্য্য, মারকাটারি ফিগার, অনবদ্য ড্রেসিং সেন্স, আর তুখড় ডান্স স্টেপের কথা আর না-ই বা বলা হল । যাঁরা সোশ্যাল মিডিয়ায় সক্রিয়, তাঁরা অনেকেই আলেয়া’কে ফলো করেন । আর আলেয়াকে যাঁরা ফলো করেন তাঁরা নিশ্চিত ভাবে জানেন ঠিক কোন কোন গুণে মিষ্টি আলায়া এখন সকলের প্রিয় ।
View this post on Instagram
আলায়া নিজেও সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাক্টিভ । মা পূজার সঙ্গে তাঁর বন্ডিংও দূর্দান্ত । বিবাহবিচ্ছিন্না পূজার ফের বিয়ে দিতে চান মেয়ে আলায়া । ১৯৯৪ সালে আলায়ার বাবা ফারহান ফার্নিচারওয়ালার সঙ্গে বিয়ে হয়েছিল পূজার । দুই সন্তানের মা তিনি । ২০০৩ সালে ডিভোর্স হয়ে যায় পূজা-ফারহানের । বর্তমানে মানেক কন্ট্রাক্টরের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে পূজার । তাঁর দুই ছেলে-মেয়ে, আলায়া এবং ওমর চান মা নতুন করে সংসার পাতুন ।
View this post on Instagram
আলায়া মাঝেমধ্যেই তাঁর আকর্ষণীয় ফিগারের ছবি পোস্ট করে চমকে দেন সকলকে । কিছুদিন আগে স্যুইমিং পুলে ঝাঁপ মারার একটি ছবি পোস্ট করেছিলেন আলায়া । মুহূর্তে ছবিটি ভাইরাল হয়ে গিয়েছিল । ছবির টাইমিং, আলায়ার টোনড বডি মুগ্ধ করেছিল নেটিজেনদের । আবারও ভক্তদের রাতের ঘুম উড়িয়ে দেওয়ার মতো একটি ছবি পোস্ট করলেন আলায়া । নীচে স্যুইমিং পুলের জলে রোদ পড়ে তার ছায়া তৈরি হয়ে । উপরে ব্যালকনিতে অন্তর্বাস পরে ঝুঁকে দাঁড়িয়ে রয়েছেন আলায়া । নীচে যেন কিছু খুঁজছেন তিনি । ছবির ক্যাপশনে নিজেই অবশ্য জানিয়েছেন, সানট্যান লোশনটাই খুঁজছিলেন তিনি ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bikini