corona virus btn
corona virus btn
Loading

লাল টুকটুকে লেহেঙ্গা-চোলি, গা ভর্তি গয়না... দেখে নিন আলিয়া ভাটের বিয়ের সাজ--

লাল টুকটুকে লেহেঙ্গা-চোলি, গা ভর্তি গয়না... দেখে নিন আলিয়া ভাটের বিয়ের সাজ--
  • Share this:

#মুম্বই:বহুদিন ধরেই খবরের শিরোনামে আলিয়া ভাট আর রণবীর কাপুরের সম্পর্ক! বলিটাউনের অলিতে গলিতে একটা প্রশ্ন, কবে গাটছড়া বাঁধছেন রণবীর আলিয়া ? কিছুদিন আগে তাঁদের বিয়ের ভুড়ো কার্ডও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। দু পক্ষের ঘনিষ্ঠরা জানান, চলতি বছরের শেষের দিকেই বিয়ের কথা ছিল কপোত কপোতির! এরমধ্যেই ভাইরাল হল বিয়ের সাজে আলিয়ার ছবি!

জারদৌসির ঠাঁসা কাজ করা লাল টুকটুকে লেহেঙ্গা চোলি দোপাট্টা, গলায় পান্না ও হীরের ভারী হার, হাতভর্তি সোনার চুরি ও কালিরা, মাথায় মাংগ টিকা... বিয়ের সাজে আলিয়ার থেকে চোখ ফেরানো দায়। সত্যিই ভাগ্যবান রণবীর কাপুর!

ম্ম্ে

ংেোে

ব্রাইডাল লুক-এ ধরা পড়লেও এখুনি ছাদনাতলায় যাচ্ছেন না আলিয়া! অভিষেক বর্মণের আগামী অ্যাডভারটাইসমেন্ট-এর জন্য ব্রাইডাল লুক-এ ফ্রেমবন্দি হন 'রাজি' স্টার! ছবিগুলি নেটদুনিয়ায় শেয়ার হতেই নিমেষে ভাইরাল হয়েছে! প্রশংসায় ফেটে পড়েছেন নেটিজেনরা। একটি ছবিতে দেখা যায় মেক-আপ পার্সন আলিয়ার ভ্রু এঁকে দিচ্ছেন, আরেকটি ছবিতে দেখা যায় বন্ধুদের সঙ্গে পোজ দিয়েছেন সুন্দরী, ব্যস্ত সেলফি তুলতেও!

শুধু ব্যাক্তিগত জীবন নয়, পর্দায়ও জুটি বাঁধছেন আলিয়া, রণবীর! অয়ন মুখোপাধ্যায়ের ছবি ব্রহ্মাস্ত্রে একসঙ্গে দেখা মিলবে জুটির।

Published by: Rukmini Mazumder
First published: November 24, 2019, 9:23 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर