Home /News /entertainment /
করোনায় আক্রান্ত রণবীর, জন্মদিনের উদযাপন পিছিয়ে দিচ্ছেন আলিয়া

করোনায় আক্রান্ত রণবীর, জন্মদিনের উদযাপন পিছিয়ে দিচ্ছেন আলিয়া

করোনায় আক্রান্ত রণবীর, জন্মদিনের উদযাপন পিছিয়ে দিচ্ছেন আলিয়া!

করোনায় আক্রান্ত রণবীর, জন্মদিনের উদযাপন পিছিয়ে দিচ্ছেন আলিয়া!

সারপ্রাইজ দিতে বিশেষ পরিকল্পনা ছিল রণবীর কাপুর (Ranbir Kapoor)-এর। জন্মদিন উদযাপনেরও কথা ছিল

  • Share this:

#মুম্বই: আর কয়েকদিন পরই জন্মদিন আলিয়া ভাট (Alia Bhatt)-এর। তাঁকে সারপ্রাইজ দিতে বিশেষ পরিকল্পনা ছিল রণবীর কাপুর (Ranbir Kapoor)-এর। জন্মদিন উদযাপনেরও কথা ছিল। কিন্তু সেই পরিকল্পনায় কার্যত জল ঢেলে দিয়েছে মারণ ভাইরাস কোভিড। মঙ্গলবারই জানা গিয়েছে, রণবীর করোনায় আক্রান্ত। ফলে এই বছর জন্মদিনের সমস্ত উদযাপন পিছিয়ে দিচ্ছেন অভিনেত্রী। তাঁর রিপোর্ট করোনা নেগেটিভ এলেও তিনি নিজেকে ঘরবন্দী করেছেন।

মঙ্গলবার সকাল থেকেই খবর পাওয়া যাচ্ছিল অসুস্থ রয়েছেন রণবীর। কিন্তু কেন অসুস্থ, কী হয়েছে তাঁর সে খবর ছিল না কারও কাছে। সংবাদ মাধ্যমে রণধীর কাপুর (Randhir Kapoor) শুধু জানিয়েছিলেন, অভিনেতার শরীর ভালো নেই। পরে তাঁর মা নীতু কাপুর ((Neetu Kapoor) জানান, রণবীর করোনাভাইরাসে আক্রান্ত। আর এই খবর সামনে আসার পর থেকেই আলিয়া কেমন আছেন, তা নিয়ে চিন্তায় পড়েন ভক্তরা। পরে গতকাল জানা যায়, আলিয়া সুস্থ রয়েছেন। তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে।

নীতু গতকাল Instagram-এ ছেলের একটি ছবি শেয়ার করে নিচে ক্যাপশনে লেখেন, আপনাদের শুভেচ্ছা এবং উদ্বেগের জন্য ধন্যবাদ। রণবীরের কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। ওর চিকিৎসা চলছে এবং দ্রুত সুস্থ হয়ে উঠছে। এই মুহূর্তে সেল্ফ কোয়ারান্টিনে রয়েছে ও সমস্ত সাবধানতা মেনে চলছে।

শোনা যাচ্ছে, ব্রহ্মাস্ত্র (Brahmastra)-র সেটে কাজ করার সময় করোনায় আক্রান্ত হন রণবীর। আলিয়া তাঁর সংস্পর্শে এসেছিলেন, তাই তাঁকে নিয়ে উদ্বেগ বাড়তে থাকে ভক্তদের মধ্যে। কিন্তু একটি রিপোর্ট মঙ্গলবার জানায়, আলিয়া প্রায় প্রতি দিন করোনা পরীক্ষা করিয়েছেন এবং আজ তাঁর কোভিড ১৯ টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু তবুও তিনি নিজেকে ঘরবন্দী করে রেখেছেন।

রণবীর ছাড়াও সম্প্রতি কোভিড আক্রান্ত হয়েছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালি (Sanjay Leela Bhansali)। গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি (Gangubai Kathiawadi)-র শ্যুটিং চলাকালীন তাঁর সংস্পর্শে এসেছিলেন আলিয়া।

কয়েক মাস আগে যুগ যুগ জিও (Jug Jugg Jeeyo) সিনেমার শ্যুটিং চলাকালীন করোনায় আক্রান্ত হন রণবীরের মা নীতুও। আপাতত সুস্থ রয়েছেন তিনি।

প্রসঙ্গত, ফের করোনার সংক্রমণ মাথাচাড়া দিয়েছে মুম্বইয়ে। পরিস্থিতি হাতের বাইরে যাতে না পৌঁছায়, তার জন্য একাধিক বিধি-নিষেধ লাগু হয়েছে শহরের একাধিক জায়গায়। সকলকে করোনার প্রাথমিক স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখার আর্জি জানানো হয়েছে সরকারের তরফে। মুম্বইয়ের পাশাপাশি সংক্রমণ বাড়ছে দেশের আরও বেশ কয়েকটি শহরে। সেখানেও একাধিক বিধি-নিষেধ জারি হয়েছে। সব মিলিয়ে চেষ্টা চলছে, করোনা দ্বিতীয় ঝড় যাতে ভারতবাসীকে আর দেখতে না হয়!

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Alia Bhatt, Ranbir Kapoor

পরবর্তী খবর