Alia Bhatt: বয়ফ্রেন্ড রণবীর করোনা নেগেটিভ হতেই এ বার করোনা আক্রান্ত হলেন বান্ধবী আলিয়া

Alia Bhatt: বয়ফ্রেন্ড রণবীর করোনা নেগেটিভ হতেই এ বার করোনা আক্রান্ত হলেন বান্ধবী আলিয়া

এই তো কিছুদিন আগেই করোনা পজিটিভ হয়েছিলেন ছোটে কাপুর । তিনি সেরে উঠতে না উঠতে এ বার করোনায় আক্রান্ত হলেন বান্ধবী আলিয়া ভাট । নিজেই সে কথা জানালেন সোশ্যাল মিডিয়ায় ।

এই তো কিছুদিন আগেই করোনা পজিটিভ হয়েছিলেন ছোটে কাপুর । তিনি সেরে উঠতে না উঠতে এ বার করোনায় আক্রান্ত হলেন বান্ধবী আলিয়া ভাট । নিজেই সে কথা জানালেন সোশ্যাল মিডিয়ায় ।

 • Share this:

  #মুম্বই: প্রেমের কথা সরাসরি এখনও স্বীকার করে না নিলেও, রণবীর কাপুরের সঙ্গে যে তাঁর সম্পর্ক অনেকটাই গভীর তা এখন বলিউডের ওপেন সিক্রেট । এই তো কিছুদিন আগেই করোনা পজিটিভ হয়েছিলেন ছোটে কাপুর । তিনি সেরে উঠতে না উঠতে এ বার করোনায় আক্রান্ত হলেন বান্ধবী আলিয়া ভাট । নিজেই সে কথা জানালেন সোশ্যাল মিডিয়ায় ।

  নিজের ইনস্টা স্টোরিতে লেখেন, তিনি কোভিড আক্রান্ত হয়েছেন । সঙ্গে সঙ্গেই নিজেকে আইসোলেটেড করে ফেলেছেন তিনি । চিকিৎসকদের পরামর্শ মতো চলছেন । প্রয়োজনী যত্নও নিচ্ছেন । ওষুধ খাচ্ছেন । সমস্ত নিয়মবিধি মেনে চলছেন ।

  মার্চের শুরুর দিকে রণবীর করোনা আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে আলিয়া ও পরিচালক সঞ্জয় লীলা বনশালীও করোনা টেস্ট করান । কারণ তাঁরা রণবীরের সংস্পর্শে এসেছিলেন । কিন্তু সে সময় বনশালীর রিপোর্ট পজিটিভ এলেও আলিয়া রিপোর্ট নেগেটিভ আসে । কিছুদিন কোয়ারেন্টাইনে থাকার পর ফের কাজে যোগ দেন আলিয়া । এ বার নিজেই কোভিড-১৯ পজিটিভ হলেন ।

  রণবীরের কোভিড ১৯ পজিটিভ হওয়ার পরপরই ছিল আলিযার জন্মদিন । সেই পার্টিতেও দেখা যায়নি আলুর বয়ফ্রেন্ডকে । শেষ পর্যন্ত করণ জোহরের আয়োজনে বার্থ ডে পার্টি সেলিব্রেট করেন আলিয়া । সূত্রের খবর, অয়ন মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র' ছবির সেট থেকেই নাকি ছড়িয়েছে করোনার সংক্রমণ। রণবীরের পাশাপাশি করোনায় সংক্রমিত হয়েছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালীও। এঁরা দু'নেই আলিয়ার সঙ্গে কাজ করেছেন। তবে আলিয়ার কিছুই হয়নি। এমনিতেই 'ব্রহ্মাস্ত্র' মুক্তির দিন বার বার পিছিয়েছে করোনার কারণে। ফের আলিয়া আক্রান্ত হওয়ায় এ বার কোন দিন ছবি মুক্তি পাবে তা বলতে পারছেন না খোদ পরিচালকও।

  Published by:Simli Raha
  First published:

  লেটেস্ট খবর