#মুম্বই: বলিউডি ছবির নতুন প্রজন্মের মধ্যে আলিয়া ভাট এক উজ্জ্বল তারা ৷ অনস্ক্রিন পারফরম্যান্সেও যেরকম প্রশংসা কুড়োন ভাট কন্যা ৷ ঠিক তেমনিই অফস্ক্রিন রোম্যান্সেও আজকাল লাইম লাইটে আছেন তিনি ৷
নিজের প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করার পাশাপাশি কাজও করে নিচ্ছেন ৷ ইতিমধ্যেই বুলগেরিয়াতে ব্রহ্মাস্ত্রের শুটিং শেষ করেছেন নয়া লাভবার্ডরা ৷
সম্প্রতি দুই প্রেমিক প্রেমিকার পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যরাও এই সম্পর্ক নিয়ে স্বতঃস্ফূর্ত উত্তর দিচ্ছেন ৷ এই সময়ে আরও একটা ভালো খবর আলিয়ার জীবনে ৷
আলিয়া নিজেই সোশ্যাল হ্যান্ডেলে সুখবরটি দিয়েছেন ৷ দিনটিও বেছেছেন চমৎকার ৷ বাবা মহেশ ভাটের ৭০ তম জন্মদিনে ব্রেকিং নিউজ দিয়েছেন আলিয়া ৷
হ্যাঁ এটাই ব্রেকিং নিউজ ৷ এতদিন বাদে প্রথম বারে স্ক্রিনে আলিয়াকে ডিরেক্ট করবেন মহেশ ভট ৷ বিভিন্ন ডিরেক্টরদের কাছে নিজের অভিনয় প্রতিভার প্রকাশ দেখিয়েছেন আলিয়া ৷ এবার তিনি বাবার কাছে অভিনয় করবেন ৷ তাও আবার মহেশ ভটের ড্রিম প্রজেক্ট সড়ক ২তে ৷ আলিয়া নিজেদের টিমের ছবিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় ৷
SADAK 2 @MaheshNBhatt @PoojaB1972 @duttsanjay #AdityaRoyKapur #MukeshBhatt @VisheshFilms #Sadak2 pic.twitter.com/0oKMyB2WOt
— Alia Bhatt (@aliaa08) September 20, 2018
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alia Bhatt, Bollywod, Mahesh Bhatt