corona virus btn
corona virus btn
Loading

৬ বছরের মেয়ের কাছে নাচে হেরে গেলেন আলিয়া, দেখুন ভিডিও

৬ বছরের মেয়ের কাছে নাচে হেরে গেলেন আলিয়া, দেখুন ভিডিও
photo source collected
  • Share this:

#মুম্বই: এখন নাচের টিভি শো গুলোর মধ্যে 'সুপার ড্যান্স ৩' সবচেয়ে জনপ্রিয়। এই শোতে ছোট ছোট বাচ্চাদের নাচ পাগল করে দিচ্ছে দর্শকদের। সম্প্রতি এই শোতেই একটি ছবির প্রচারের জন্য এসেছিলেন আলিয়া ভাট। আলিয়া এমনিই খুব চুলবুলি একটা মেয়ে। নাচেও ভাল। বলিউডের ইয়ং অভিনেত্রীদের মধ্যে তাঁর নাম সবার আগে আসে। নিজের অভিনয় দক্ষতা দিয়েই তিনি জায়গা করে নিয়েছেন সকলের মনে। তবে শুধু ভাল অভিনয়ই নয়, আলিয়া মনের দিক থেকেও ভাল এবং বাচ্চা সুলভ।

এই শোতে একটি ৬ বছরের বাচ্চার নাচ দেখে চমকে গেলেন আলিয়া। সে এত ভাল নেচেছে যে সকলের মুখ থেকে কথা সরছিল না। মেয়েটির নাম রুপসা। রুপসার নাচ দেখে নিজেকে সামলাতে পারলেন না আলিয়া। বললেন, 'আমি রুপসার সঙ্গে এক স্টেজে নাচ করতে চাই।' তারপর দুজনে মিলে 'ঘর মোরে পরদেশিয়া' গানে নাচলেন। সেই নাচ দেখে সবাই অবাক। তবে ৬ বছরের রুপসার কাছে নাচে আর স্বীকার করে নিলেন আলিয়া।---

First published: April 1, 2019, 2:12 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर