Home /News /entertainment /
বিয়ে নিয়ে মুখ খুললেন আলিয়া, রণবীরের সম্বন্ধে করলেন তথ্য ফাঁস!

বিয়ে নিয়ে মুখ খুললেন আলিয়া, রণবীরের সম্বন্ধে করলেন তথ্য ফাঁস!

এমন খবর পাওয়া গিয়েছে যে আলিয়া এবং রণবীর কাপুর সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা ২০২১-এ বিয়ে করবেন।

 • Share this:

  #মুম্বই: আলিয়া ভাট (Alia Bhatt) এবং রণবীর কাপুরের(Ranbir Kapoor) বিয়ে বলিউডের অন্যতম আলোচিত বিষয়। দুজনের বিয়ের বিষয়ে আলোচনা দীর্ঘদিন ধরেই চলছে। দুজনেই গত দু'বছর ধরে একে অপরকে ডেটিং করছিলেন। তবে একের পর এক বিয়ের মরসুম কেটে গেলেও তাঁরা ছাদনাতলায় যাচ্ছেন না৷ একবার জল্পনা করা হয়েছিল যে তাঁরা ২০২০ সালে বিয়ে করবেন৷ তবে সত্য কথাটি হলেন আলিয়া ভট্ট বিয়ের জন্য প্রস্তুত নন!

  আলিয়া ভাট এবং রণবীর কাপুরের বিয়ের খবর আবারও শুরু হলে অভিনেত্রী বিষয়টি নিয়ে নীরবতা ভাঙলেন। তিনি বলেন যে খুব শীঘ্রই তিনি বিয়ে করবেন না। একটি সর্বভারতীয় সংবাদসংস্থায় সাক্ষাৎকারের সময় তিনি জানান যে সকলে তাঁকে প্রশ্ন করেন যে তিনি কবে বিয়ে করবেন? আদতে তাঁর বয়স ২৫৷ এবং বিয়ে নিয়ে কোনও তাড়াহুড়ো নেই তাঁর৷ স্পষ্ট করেছেন আলিয়া৷

  এমন খবর পাওয়া গিয়েছে যে আলিয়া এবং রণবীর কাপুর সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা ২০২১-এ বিয়ে করবেন। রণবীর ও আলিয়াও আজকাল ভক্তদের প্রিয় জুটি। অনেক সময় আলিয়া ও রণবীরকে একসঙ্গে কাপুর পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়। শুধু তাই নয়, দুজনের বিয়ের নকল কার্ডও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল। এরই মধ্যে রণবীর যেই ফ্ল্যাটে থাকেন, সেই বিল্ডিং-এর অন্য ফ্ল্যাট কিনেছেন আলিয়া৷

  রণবীর ও আলিয়া একসঙ্গে ব্রহ্মাস্ত্র ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এই ছবির মাধ্যমে রণবীর ও আলিয়াকে প্রথমবারের মতো একটি ছবিতে দেখা যাবে। অমিতাভ বচ্চনকেও রণবীর ও আলিয়ার সাথে ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। ব্রহ্মাস্ত্র ছাড়াও আলিয়াকে দেখা যাবে 'গাঙ্গুবাই কাঠিয়াওয়ালী' ছবিতে।

  Published by:Pooja Basu
  First published:

  Tags: Alia Bhatt, Ranbir Kapoor

  পরবর্তী খবর