#মুম্বই: সবে বলিউডে পা রেখেছেন পূজা বেদীর মেয়ে আলায়া ফার্নিচারওয়ালা । সইফ আলি খান আর তব্বুর সঙ্গে আলায়ার প্রথম সিনেমা ‘জওয়ানি জানেমন’-এ তাঁর অভিনয় বেশ পছন্দ হয়েছে দর্শকদের । হট, সেক্সি, সুন্দরী আলেয়া অভিনয়ের পাশাপাশি তাঁর মিষ্টি ব্যবহারেও দর্শকদের মন জয় করে নিয়েছেন । যখনই পাপারাৎজিদের ক্যামেরা তাঁকে তাক করুক না কেন, সর্বদাই হাসি মুখে সকলকে অভিবাদন জানাতে দেখা যায় তাঁকে ।
আর এর পাশাপাশি আলেয়ার সৌন্দর্য্য, মারকাটারি ফিগার, অনবদ্য ড্রেসিং সেন্স, আর তুখড় ডান্স স্টেপের কথা আর না-ই বা বলা হল । যাঁরা সোশ্যাল মিডিয়ায় সক্রিয়, তাঁরা অনেকেই আলেয়া’কে ফলো করেন । আর আলেয়াকে যাঁরা ফলো করেন তাঁরা নিশ্চিত ভাবে জানেন ঠিক কোন কোন গুণে মিষ্টি আলায়া এখন সকলের প্রিয় ।
View this post on Instagram
আলায়া নিজেও সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাক্টিভ । মা পূজার সঙ্গে তাঁর বন্ডিংও দূর্দান্ত । বিবাহবিচ্ছিন্না পূজার ফের বিয়ে দিতে চান মেয়ে আলায়া । ১৯৯৪ সালে আলায়ার বাবা ফারহান ফার্নিচারওয়ালার সঙ্গে বিয়ে হয়েছিল পূজার । দুই সন্তানের মা তিনি । ২০০৩ সালে ডিভোর্স হয়ে যায় পূজা-ফারহানের । বর্তমানে মানেক কন্ট্রাক্টরের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে পূজার । তাঁর দুই ছেলে-মেয়ে, আলায়া এবং ওমর চান মা নতুন করে সংসার পাতুন ।
View this post on Instagram
View this post on Instagram
আলায়া মাঝেমধ্যেই তাঁর আকর্ষণীয় ফিগারের ছবি পোস্ট করে চমকে দেন সকলকে । কিছুদিন আগে স্যুইমিং পুলে ঝাঁপ মারার একটি ছবি পোস্ট করেছিলেন আলায়া । মুহূর্তে ছবিটি ভাইরাল হয়ে গিয়েছিল । ছবির টাইমিং, আলায়ার টোনড বডি মুগ্ধ করেছিল নেটিজেনদের । আবারও ভক্তদের রাতের ঘুম উড়িয়ে দেওয়ার মতো একটি ছবি পোস্ট করলেন আলায়া । স্যুইমিং পুলে নামার ঠিক আগের মুহূর্তের ছবি । চাবুকের মতো ফিগারে সূক্ষ কাজ করা বাদামী বিকিনি । কোমরে মাখন নরম ভাঁজ । হাল্কা ভেজা তাঁর শরীর । ছবিটি পোস্ট করে আলায়া লিখেছে, ‘‘আজকের দিনটা হল এমনই একটা দিন যখন পুলে ঝাঁপ দেওয়ার জন্য উৎসুক হয়ে আছি আমি ।’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bikini