• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • অভিনয় ছেড়ে সোনাক্ষীর মেক-আপ আর্টিস্ট হলেন অক্ষয় কুমার ! দেখুন ভিডিও

অভিনয় ছেড়ে সোনাক্ষীর মেক-আপ আর্টিস্ট হলেন অক্ষয় কুমার ! দেখুন ভিডিও

photo source collected

photo source collected

শেষে কিনা তিনি মেক আপ আর্টিস্ট হয়ে গেলেন। তবে কি সিনেমায় অভিনয় ছেড়ে এই কাজই করবেন তিনি।

 • Share this:

  #মুম্বই: একি হল অক্ষয় কুমারের ! শেষে কিনা তিনি মেক আপ আর্টিস্ট হয়ে গেলেন। তবে কি সিনেমায় অভিনয় ছেড়ে এই কাজই করবেন তিনি। ১৫ ই আগস্ট রিলিজ করছে তাঁর ছবি 'মিশন মঙ্গল'। তার আগে এ কোন বুদ্ধি এল তাঁর মাথায়। তবে তিনি মেক-আপ করছেন সোনাক্ষী সিনহার। মনোযোগ সহকারেই মেকআপ করার চেষ্টা করছেন অক্ষয়। সোনাক্ষীও প্রথমে শান্তই ছিলেন। তবে শেষ পর্যন্ত অক্ষয়ের কাণ্ডে চেঁচামিচি জুড়ে দিলেন অভিনেত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অক্ষয়-সোনাক্ষীর এমনই একটি মজার ভিডিয়ো ভাইরাল হয়েছে।

  'মিশন মঙ্গল' ছবিতে তাঁর সহ অভিনেত্রী বিদ্যা বালান ও সোনাক্ষী সিনহা। প্রায়ই নানা মজার ভিডিয়ো শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায় তাঁরা। এই ভিডিওতেও বেশ করতে দেখা গেল তাঁদের। ছবির প্রচারের জন্যই এই মজার ভিডিও গুলো নেটিজেনদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন 'মিশন মঙ্গল' টিম।

  First published: