• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • শাড়ি-চুরিতে অক্ষয়, মুখ দিয়ে করলেন বীভৎস আওয়াজ! প্রকাশ পেল ভিডিও, দেখুন

শাড়ি-চুরিতে অক্ষয়, মুখ দিয়ে করলেন বীভৎস আওয়াজ! প্রকাশ পেল ভিডিও, দেখুন

খানেদের দাপট দূরে রেখে বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন অক্ষয়৷ সেই ধারা বজায় রেখে এই সময়ও তিনি আনছেন তাঁর ছবি লক্ষ্মী বম্ব৷

খানেদের দাপট দূরে রেখে বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন অক্ষয়৷ সেই ধারা বজায় রেখে এই সময়ও তিনি আনছেন তাঁর ছবি লক্ষ্মী বম্ব৷

খানেদের দাপট দূরে রেখে বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন অক্ষয়৷ সেই ধারা বজায় রেখে এই সময়ও তিনি আনছেন তাঁর ছবি লক্ষ্মী বম্ব৷

 • Share this:

  #মুম্বই: কখনও কোনও সামাজিক ইস্যুভিত্তিক ছবি তো কখনও হাল্কা মুডের মজার ছবি দর্শকদের উপহার দিয়ে আসছেন অক্ষয় কুমার৷ বেশ কিছু বছর ধরেই এই ট্রেন্ড চলে আসছে বলিউডে৷ এবার তেমনই এমন আরও একটা ছবি নিয়ে আসছেন আক্কি৷ খানেদের দাপট দূরে রেখে বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন অক্ষয়৷ সেই ধারা বজায় রেখে এই সময়ও তিনি আনছেন তাঁর ছবি লক্ষ্মী বম্ব৷ ছবিতে একজন বৃহন্নলার ভূমিকায় থাকবেন৷ চরিত্রের প্রয়োজনে তিনি চুরি-শাড়ি পরেছেন৷ তবে গল্পে অনেক মোড় রয়েছে যা, হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হবে৷ অন্তন ট্রেলার সেই ইঙ্গিত দিচ্ছে৷

  ছবিতে অক্ষয়ের স্ত্রী কিয়ারা আডবাণী৷ ছবির গল্পে যা বলা হয়েছে, শ্বশুড়বাড়িতে আসেন অক্ষয়৷ সেখানে ভূতের উপদ্রপ শুরু হয়৷ ট্রেলারে কমেডির মোড়কে ভয়ের দৃশ্যগুলিতে কোথাও কোথাও ভুলভুলাইয়া ছবির কথা মনে করিয়ে দেয়৷ তবে এখানে অক্ষয়ের ভূমিকা একেবারেই আলাদা৷ তাঁর ওপর ভূতের ভর করা এবং সেই মত তাঁর প্রতিক্রিয়া রীতিমতো দর্শক মনে আগ্রহ জাগিয়েছে ছবিটি দেখার জন্য৷ ছবিটি ডিজনি হটস্টারে মুক্তি পাবে এই দিওয়ালিতে৷ লকডাউনে হল বন্ধ থাকার কারণে কোনও ঝুঁকি নিতে চাননি অক্ষয়৷ তাই অনলাইন প্ল্যাটফর্মেই মুক্তি পাচ্ছে তাঁর ছবি৷ ১৫ অক্টোবর থেকে খুলছে প্রেক্ষাগৃহ৷ তবে অনলাইনে ছবি মুক্তির সিদ্ধান্তে কোনও বদল হয়নি৷

  ছবির ট্রলার নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অক্ষয়৷ লিখেছেন, যেখানে থাকবেন, সেখানেই দাঁড়িয়ে যান৷ তৈরি হন লক্ষ্মী বম্ব ট্রেলার দেখার জন্য, কারণ লক্ষ্মী আসছেন যে...৷ তামিল ছবি মুনি কাঞ্চনার রিমেক লক্মী বম্ব ছবিটি৷ পরিচালক রাঘব লরেন্স৷ এই ছবিটি অক্ষয়ের কেরিয়ারে অন্যতম কঠিন চরিত্র বলে জানিয়েছিলেন বলি অভিনেতা৷ তাঁর ৩০ বছরের বলি জীবেন এমন ছবি তিনি আগে কখনও করেননি বলেই জানিয়েছেন অক্ষয়৷ চরিত্রের সঙ্গে নিজেকে দারুণ মানিয়েও নিয়েছেন তিনি৷ আপাতত অপেক্ষা ছবি মুক্তি৷

  Published by:Pooja Basu
  First published: