#মুম্বই: বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য এক্কেবারে রেডি ঘোড়া! সওয়ারি হয়েছেন বর বাবাজিও! এবার সেই ঘোড়ার উপর চেপে বসলেন বলিটাউনের 'খিলাড়ি' অক্ষয় কুমার! শুরু 'নাগিন' ডান্স! মুখে টাকা নিয়ে নাচতে নাচতে একবার ঝুলে পড়ছেন ঘোরার এদিকে, একবার ওদিকে! দৃশ্যটা দেখে বুক কেঁপে উঠবে! মনে হবে এই বুঝি উলটে পড়বেন! কিন্তু না, সে ব্যবস্থাও আছে! অক্কি যাতে পড়ে না যান, দুদিক থেকেই তাঁর পা শক্ত করে আটকে রেখেছেন দুই ব্যক্তি। ঘোড়াটিও যাতে ক্ষেপে গিয়ে গণ্ডোগোল না পাকায়, তার জন্য তাকে শক্ত করে ধরে রেখেছেন ঘোড়ার মালিক। অক্কির কাণ্ডে ভেবাচেকা খেয়ে গিয়েছেন বরদেখুন ভিডিও--
View this post on Instagram
মঙ্গলবার, এই ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অক্ষয় কুমার নিজেই। কিন্তু আচমকা কেন এরকম একটা ভিডিও? আসলে গতবছর এইদিন মুক্তি পেয়েছিল অক্ষয়-করিনার ছবি Good Newwz। ছবির একবছর পূর্তি উপলক্ষেই ছবির একটি মজার দৃশ্য পোস্ট করেন অভিনেতা। ক্যাপশনে লেখেন, '' যদি জিজ্ঞেস করেন এই বছরটা কেমন কেটেছে? তাহলে উত্তরটা হবে, ঠিক এই নাচটার মতো... একবার এইদিকে পড়ছি, একবার ওইদিকে... কিন্তু তাও আমরা ঠিক টিকে দেখেছি। আশা করি সামনের বছর অনেক Good Newwz নিয়ে আসবে।''
Good Newwz-এর বর্ষপূর্তি ভোলেননি করিনাও। দিলজিৎ, কিয়ারা আর অক্ষয়ের সঙ্গে ছবির একটি দৃশ্য সেয়ার করে লেখেন, ''গত বছর এইদিনে বছরের সবথেকে বড় ব্লকবাস্টার মুক্তি পেয়েছিল।''
View this post on Instagram
আপাতত প্রেগন্যান্সি চুটিয়ে উপভোগ করছেন করিনা! আর অক্ষয় ব্যস্ত আনন্দ এল রাই-এর 'আতরাঙ্গী'-র শ্যুটিংয়ে। অক্কি ছাড়াও রয়েছেন ধানুশ ও সারা আলি খান।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Akshay Kumar