হোম /খবর /বিনোদন /
ডিটারজেন্টের বিজ্ঞাপনে ছত্রপতি শিবাজীকে নিয়ে কৌতুক, আইনি জটিলতায় অক্ষয় কুমার

ডিটারজেন্টের বিজ্ঞাপনে ছত্রপতি শিবাজীকে নিয়ে কৌতুক, আইনি জটিলতায় অক্ষয় কুমার

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: এবার আইনি জটিলতার মধ্যে পড়তে হল বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারকে ৷ একটি নামি কোম্পানির ডিটারজেন্টের বিজ্ঞাপনে মারাঠা বীর ছত্রপতি শিবাজীকে নিয়ে কৌতুক করে বিপদে পড়তে হল অক্ষয়কে ৷সম্প্রতি ওই জনপ্রিয় সাবান কোম্পানির একটি বিজ্ঞাপনে দেখা গিয়েছে অক্ষয় কুমারকে ৷ ওই বিজ্ঞাপনটিতে ছত্রপতি শিবাজীর ভূমিকায় দেখা যাচ্ছে অক্ষয়কে ৷ পাশাপাশি বিজ্ঞাপনে শিবাজির বেশে অক্ষয়কে মজা মশকরা করতে এবং নাচানাচি করতেও দেখা গিয়েছে। যা বিশেষ ভালো চোখে দেখছেন না মারাঠিরা। সোশ্যাল মিডিয়ায় #BoycottNirma এখন ট্রেন্ডিং। এমনকটি অভিনেতার বিরুদ্ধে ওরলি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও আক্কিকে তুলধনা করেছেন মারাঠিরা ৷

Published by:Simli Raha
First published:

Tags: Akshay Kumar, Commercial, Legal trouble, Nirma