#মুম্বই: শুরু হতে চলেছে 'রাম সেতু' ছবির শ্যুটিং। আর শ্যুটিং শুরু করার জন্য অযোধ্যায় পাড়ি দিলেন অক্ষয় কুমার, নুসরত ভারুচা, জ্যাকলিন ফার্নান্ডেজ। বৃহস্পতিবার অযোধ্যায় যাওয়ার আগে ট্যুইট করেন অক্ষয় কুমার। সেখানে দুই অভিনেত্রীর সঙ্গে ছবি পোস্ট করেন তিনি।
অক্ষয় ট্যুইটারে লিখেছেন, 'একটা বিশেষ ছবির বিশেষ সূচনা। রাম সেতুর টিম শ্যুটিং শুরু করার জন্য অযোধ্যায় যাচ্ছি। অর্থাৎ যাত্রা শুরু। আপনাদের সবার শুভেচ্ছা চাই।' ছবির পরিচালক অভিষেক শর্মা। বিমানে ওঠার আগে তিন অভিনেতাই পাপারাৎজিদের জন্য ক্যামেরায় পোজ দিয়েছিলেন। অক্ষয়কে কালো শার্ট ও ধূসর প্যান্টে এবং দুই অভিনেত্রীকেই এদিন সাবেকি পোশাকে দেখা গিয়েছে।
View this post on Instagram
ছবির পরিচালক অভিষেক শর্মা (Abhishek Sharma) ও ক্রিয়েটিভ প্রডিউসার ড. চন্দ্রপ্রকাশ দ্বিবেদী (Chandraprakash Dwivedi) জানিয়েছেন, ১৮ মার্চ অযোধ্যায় পৌঁছচ্ছে শ্যুটিং ইউনিট। সেখানেই ছবির মহরত শটের শ্যুটিং হবে। অযোধ্যা ছাড়াও দেশের নানা প্রান্তে ছবির জন্য লোকেশন বাছা হয়েছে। তবে প্রায় ৮০ শতাংশ কাজ হবে মুম্বইতে। পরিচালকের কথায়, এই ছবিতে একদম অন্য লুকে দেখা যাবে অক্ষয়কে। একজন প্রত্নতত্ত্ববিদের ভূমিকায় দেখা যাবে তাঁকে। সেই মতো চুল ও পোশাকেও পরিবর্তন আনা হয়েছে। অক্ষয় ছাড়াও জ্যাকেলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez) ও নুসরত ভারুচাকে (Nushrratt Bharuccha) অভিনয় করতে দেখা যাবে ছবিতে।
ঠিক কী গল্প বলবে রাম সেতু? বিক্রমের কথায়, তথ্য, বিজ্ঞান ও ইতিহাসের উপরে ভিত্তি করেই তৈরি হয়েছে এই ছবির চিত্রনাট্য। এর সঙ্গে ভারতের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের বিষয়টিকেও জোড়া হয়েছে। এই ছবির মধ্য দিয়ে আমাদের নতুন প্রজন্ম তাদের প্রাচীন ভারতকে জানতে পারবে। নিজেদের সুপ্রাচীন ঐতিহ্য সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে।সিনেমাটির প্রযোজনা করেছেন অরুণা ভাটিয়া (Aruna Bhatia) ও বিক্রম মালহোত্রা। প্রযোজনায় রয়েছে লাইকা প্রোডাকশন। এই বিষয়ে অক্ষয়ের বক্তব্য, রাম সেতু অতীত, বর্তমান ও ভবিষ্যতের প্রজন্মের মধ্যে একটি যোগসূত্র। আপাতত, ছবি মুক্তির অপেক্ষা!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Akshay Kumar, Jacqueline Fernandez