এই ছবি নিয়ে সিদ্ধার্থ রায় কাপুর বলেছেন, 'একজন সাধারণ মানুষ দুর্নীতির বিরুদ্ধে কী ভাবে লড়াই করবেন সেই গল্পই বলবে গোবর। এরই মধ্যে রয়েছে জীবনের যুদ্ধ ও রসিকতার নানা দিক। সাধারণ মানুষের শক্তির কথাই বলবে এই ছবি।' পশুপ্রেমী এক পশু চিকিৎসকের জীবন নিয়ে শুরু এই গল্প। তিনি আচমকাই এক স্থানীয় হাসপাতালের দুর্নীতির কথা জানতে পেরে যান। তার পরেই এর বিরুদ্ধে প্রতিবাদের সিদ্ধান্ত নেন ওই ব্যক্তি। সত্যিকারের জীবন থেকেই এই ছবির গল্প তৈরি করা হয়েছে।View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।