#মুম্বই: বলিউডের অন্যতম স্টেডি কাপল অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনকে আদর্শ কাপলও বলা হয়ে থাকে ৷ এই দুই অভিনেতা নিজের নিজের জীবন নিয়ে অত্যন্ত ব্যস্ত থাকেন ৷ তাঁদেরই ব্যক্তিগত জীবনের ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ৷ ভিডিওতে দেখতে পাওয়া গিয়েছে অভিষেকের সঙ্গে ঐশ্বর্য ঝগড়া করছেন ৷ এই ভিডিওটি দ্য কপিল শর্মা কেমেডি শোয়ের অনেক পুরনো ভিডিও ৷
View this post on Instagram
কপিল শর্মার সঙ্গে নভজ্যোৎ সিং সিধুও বেশ হয়রান হয়েছেন ৷ এই ভিডিওতে ঐশ্বর্য জানিয়েছেন আমি বলে দিচ্ছি খুব তাড়াতাড়ি সমস্ত কিছু শেষ হয়ে যাবে ৷ ঐশ্বর্যর এই কথা শুনে কপিল শর্মা চমকে যান আর তিনি বলতে থাকেন এমন সুন্দরী স্ত্রীর উপরে সব কিছু বলে দেওয়া হয় ? এ উপর ওয়ালার অবিচার এই কথা শুনে হাসতে থাকেন সবাই ৷
সোশ্যাল মিডিয়ায় ঐশ্বর্য রাইয়ের একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে দেখতে পাওয়া গিয়েছে এমনই বাক্যাালাপ যা নিয়েই তোলপাড় হয়েছে সব মহলে ৷ এই প্থমবার নয় এর আগেও কপিল শর্মার কমেডি সোতে নানান ধরনের মজার কথা শেয়ার করেছেন অভিষেক এমনকি স্বয়ং অমিতাভ বচ্চনও যখন ছবির প্রমোশনে আসতেন তখনও অনেক অজানা কথা সেয়ার করতেন যা নিয়ে মাঝে মধ্যেই কপিল এক মজার পরিবেশ সৃষ্টি করতেন ৷