Home /News /entertainment /
অনুষ্ঠানের মাঝে কেঁদে ফেললেন ঐশ্বর্য, লুকিয়ে গেলেন 'অাসল' কারণ ! দেখুন ভিডিও

অনুষ্ঠানের মাঝে কেঁদে ফেললেন ঐশ্বর্য, লুকিয়ে গেলেন 'অাসল' কারণ ! দেখুন ভিডিও

Instagram Image

Instagram Image

 • Share this:

  #মুম্বই: শহরের একটি অনুষ্ঠানে হাজির ছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। পরনে কালো পোশাক। অনেকের সঙ্গে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। বাজছে জাতীয় সঙ্গীত বাজছে। সব ঠিকই রয়েছে! হঠাৎই গোল বাঁধল ! কেঁদে ফেললেন বচ্চন বৌমা! সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার হতেই ভাইরাল !

  মেয়েদের অগ্রগতী নিয়ে বরাবর প্রকাশ্যে নিজের মতামত দেন ঐশ্বর্য। এর আগে তিনি বলেছিলেন, ‘‘গৃহবধূরাই ভারতের সবচেয়ে বড় সিইও। তাঁদের সঠিক সম্মান পাওয়া উচিত। দেশ জুড়ে তাঁদের কাজের প্রশংসা হওয়া উচিত। গৃহবধূরা যা কাজ করেন তার সামনে শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে যায়।’’

  ওই অনুষ্ঠানেও ঐশ্বর্য বলেন, ‘‘এই অনুষ্ঠানে প্রধান অতিথি হতে পেরে আমি গর্বিত। এই সময়ের মহিলাদের মুখপাত্র হয়ে আমি সম্মানিত...।’’

  কিন্তু হঠাৎ তিনি কাঁদলেন কেন ? কোনও পুরনো ক্ষত কি চাগাড় দিয়ে উঠল? মনে পড়ে গেল কোনও চাপা পড়ে যাওয়া স্মৃতি? বারবার এই প্রশ্ন করলেও, কোনও সদুত্তর মিলল না ঐশ্বর্যর থেকে!

  দেখুন সেই ভিডিও--

  View this post on Instagram

  Aishwarya Rai Bachchan Gets Emotional

  First published:

  Tags: Aishwarya Rai Bachchan, Bollywood, Emotional

  পরবর্তী খবর