Home /News /entertainment /
ঐশ্বর্যকে হঠাৎই আলিঙ্গন রানির! দেখুন ভিডিও

ঐশ্বর্যকে হঠাৎই আলিঙ্গন রানির! দেখুন ভিডিও

 • Share this:

  #মুম্বই: তাঁদের মধ্যে নাকি মুখ দেখাদেখি বন্ধ ! একসময় তাঁরাই নাকি ছিলেন অনস্ক্রিন-অফস্ক্রিনের দুই ‘জনপ্রিয়’ প্রতিদ্বন্দ্বী ৷ এতদিনে কী তাহলে বরফ গলল ? দীর্ঘ আড়ির পর শেষ অবধি কী ভাব হল এককালের ঘনিষ্ঠ দুই বন্ধু ঐশ্বর্য রাই বচ্চন আর রানি মুখোপাধ্যায়ের ?
  সম্প্রতি রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণা রাজ কাপুরের শেষকৃত্যে দেখা হয়েছিল ঐশ্বর্য-রানির ৷ একে অপরকে সান্ত্বনা দেওয়ার সময় সামনা-সামনি এসে যান দু’জন ৷ পুরনো তিক্ততা ভুলে জড়িয়ে ধরেন একে অপরকে ৷ ভিডিওতে দেখা যায়, দু’জনেই বেশ উষ্ণভাবে দু’জনকে জড়িয়ে ধরেছেন ৷ সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল ৷

  আরও পড়ুন: পুনমের সঙ্গে ভরপুর যৌনতায় মাতলেন শক্তি কাপুর, প্রমাণ ভিডিওতে !

  এক সময় ভাল বন্ধু থাকলেও পরে ‘চলতে চলতে’ নিয়ে ঝামেলার সূত্রপাত ঐশ্বর্য-রানির ৷ তখন সলমন খানের সঙ্গে ঐশ্বর্যর সম্পর্ক তিক্ত ৷ প্রথমে ‘চলতে চলতে’-তে অভিনয় করার কথা ছিল বিশ্বসুন্দরীর ৷ কিন্তু সিনেমার সেটে এসে ভাঙচুর চালান সলমন ৷ শোনা যায়, সে সময়ই শাহরুখের সঙ্গে ঝামেলা শুরু সলমনের ৷ পরবর্তীতে ঐশ্বর্যের জায়গায় ‘চলতে চলতে’-তে অভিনয় করেন রানি ৷ এতেই শুরু হয় মনোমালিন্য ৷
  আবার বিবেক ওবেরয়ের সঙ্গে ঐশ্বর্যর ডেটিং নিয়েও শুরু হয় সমস্যা ৷ বিবেক আবার পছন্দ করতেন না রানিকে ৷ শেষমেশ অবশ্য সম্পর্কে পুরোপুরি দাড়ি পরে অভিষেকের সঙ্গে ঐশ্বর্যার বিয়ে হওয়ায় ৷ অভিষেক আর রানির সম্পর্কের কথা তো সকলেই জানেন ৷ কিন্তু বচ্চন পরিবারের পছন্দের তালিকায় ছিলেন না রানি ৷ ভেঙে যায় সেই সম্পর্ক ৷ পরে ঐশ্বর্যর হাত ধরেন অভিষেক ৷ আর এখানেই রানি-ঐশ্বর্যের পথ সম্পূর্ণ আলাদা হয়ে যায় ৷
  অবশেষে বহু বছর পর আবারও কাছাকাছি এলেন এক সময়ের দুই ভাল বন্ধু ৷

  First published:

  Tags: Aishwarya Rai Bachchan, Couple Hugging in Metro, Krishna Raj Kapoor, Rani Mukerji

  পরবর্তী খবর