কক#মুম্বই: অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চনের পর করোনা রিপোর্ট পজিটিভ আসে ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক-ঐশ্বর্যর ৮ বছরের মেয়ে আরাধ্যারও। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে জানান, ঐশ্বর্য এবং আরাধ্যার বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল, উপসর্গবিহীন, দু'জনেই ভাল আছেন। তিনি আরও জানান, ঐশ্বর্য আর আরাধ্যাকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন নেই, বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
সংবাদমাধ্যমকে স্বাস্থ্যমন্ত্রী জানান, ''ঐশ্বর্য এবং আরাধ্যা বাড়িতে থাকবেন না হাসপাতালে ভর্তি হবেন, সেটা পুরোপুরি তাঁদের পারিবারিক সিদ্ধান্ত। নিয়ম অনুযায়ী, কোভিডে আক্রান্ত ব্যক্তি যদি অ্যাসিম্পটোম্যাটিক হন, অর্থাৎ, তাঁরমধ্যে যদি করোনার কোনও উপসর্গ না থাকে, তাহলে আক্রান্ত ও তাঁর পরিবারের সিদ্ধান্ত, তিনি কোথায় থাকবেন ? বাড়িতে না হাসপাতালে!''
করোনা ভাইরাসের দাপটে ইতিমধ্যেই বচ্চনদের জলসা সিল করেছে বিএমসি। প্রসঙ্গত, করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে নানাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন। তাঁদের মৃদু উপসর্গ রয়েছে বলে জানা যায়।রবিবার সন্ধ্যেবেলা অভিষেক বচ্চন ট্যুইট করে জানান, '' ঐশ্বর্য আর আরাধ্যা করোনা পজিটিভ। বাড়িতেই সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন। বিএমসি-কে পরিস্থিতি জানানো হয়েছে, তারা প্রয়োজনীয় পদক্ষেপ করছে। আমার মা-সহ পরিবারের অন্যন্য সদস্যের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। আপনাদের সবার শুভ কামনার জন্য অশেষ ধন্যবাদ।''
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Abhishek corona, Aishwarya covid positive, Amitabh corona, Aradhya corona