#মুম্বই: হঠাৎ কী হল কপিল শর্মার? নাহ! এ বিষয়ে কিছুই জানা যায়নি । কিন্তু কিছু যে একটা অঘটনা ঘটেছে তা বেশ বোঝা যাচ্ছে । না হলে হঠাৎ হুইলচেয়ারে বসে কেনই বা এয়ারপোর্টে এলেন বলিউডের কমেডি কিং ।
গতকাল কপিল শর্মার একটি ভিডিও তুমুল ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় । ভিডিওতে দেখা যায়, মুম্বই বিমানবন্দরে হুইলচেয়ারে বসে ঢুকছেন তিনি । বিমানবন্দর কর্মীরা তাঁকে সাহায্য করছেন । হুইলচেয়ারে বসা অবস্থায় কপিলের ছবি তুলতে যান পাপারাৎজিরা । এতেই ধৈর্য্যচ্যুতি ঘটে তাঁর । প্রচণ্ড রেগে যেতে দেখা যায় কপিল’কে । ‘এখান থেকে চলে যাও’ বলে ফোটোগ্রাফারদের ধমকও দেন তিনি ।
View this post on Instagram
সম্প্রতি দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন কপিল শর্মা । মেয়ের পর এ বার ফুটফুটে পুত্র সন্তান এসেছে তাঁর ঘরে । সে কারণে বেশ কয়েকদিন পিতৃত্বকালীন ছুটিও নিয়েছিলেন তিনি কাজ থেকে । এর মধ্যে আবার কী এমন হল যাতে হুইলচেয়ারে বসে যাতায়াত করতে হচ্ছে কপিল’কে । সে বিষয়ে অবশ্য কিছুই জানা যায়নি । তবে প্রিয় কমেডি মাস্টারকে এই অবস্থায় দেখার পর থেকেই উদ্বিগ্ন কপিলের ভক্তকূল । খুব দ্রুত সেরে উঠুন কপিল শর্মা, এই প্রার্থনাই করেছেন সকলে ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kapil Sharma