#মুম্বই: অমিতাভ বচ্চনই পারেন ! হ্যাঁ, ঠিক তিনি যা পারেন, তা পারেন না অনেকেই। বিগবি বলিউডের বেতাজ বাদশা ! আর তা তিনি হয়ে উঠেছেন নিজের অভিনয় দক্ষতায়। বয়সজনিত সমস্যা, শরীরের হাজারো অসুবিধেকে দূরে রেখে বিগবি পারেন 'গুলাবো-সিতাবো'র মতো ছবিতে কাজ করতে। নিজের অভিনয় দক্ষতায় বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন তিনি। জীবনের ওঠা নামা থাকলেও অবসাদ তাঁর জীবনে জায়গা পায়নি।
বিগবি সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। বিশেষ করে ট্যুইটার ও ইনস্টাগ্রামে। নানা রকম বিষয়ে তিনি মজা করতেও ভালবাসেন। এবার মাস্কের হিন্দি শব্দ আবিষ্কার করে ফেললেন তিনি। সে এক অদ্ভূত শব্দ ! উচ্চারণ করতে গেলে মাথা ঝিনঝিনিয়ে যাবে। তবে শুধু মাস্কের হিন্দি শব্দই নয়, তিনি খুঁজে বার করলেন তাঁর অভিনীত ছবি 'গুলাবো-সিতাবো'র মাস্কও।
এই মাস্ক পরেই ইনস্টাতে ছবি পোস্ট করলেন তিনি। লিখলেন, " পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি ! অনেক কষ্টের পর মাস্কের হিন্দি অনুবাদ খুঁজে পেলাম। নাসিকামুখসংরক্সক কীটানুরোধক বস্ত্র দড়ি যুক্ত পট্টিকা।" বিগবির এই পোস্ট দেখে সকলেই মজা পেয়েছেন। মুহূর্তে এই ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amitabh Bachchan, Gulabo Sitabo, Mask