corona virus btn
corona virus btn
Loading

প্রয়াত বিদ্যা সিনহা, শেষ হল ছোটি সি বাত...

প্রয়াত বিদ্যা সিনহা, শেষ হল ছোটি সি বাত...
Image of Vidya Sinha, courtesy of Instagram

বৃহস্পতিবার দুপুর ১২টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷

  • Share this:

#মুম্বই: ছোটি সি বাত, পতি পত্নি অউর উহ ছবির নায়িকা বিদ্যা সিনহা প্রয়াত৷ বয়স হয়েছিল ৭২ বছর৷ জুহুর ক্রিটিকেয়ার হাসপাতালে শেষ কিছুদিন ভর্তি ছিলেন তিনি৷ ছিলেন ভেন্টিলেশনে৷ বৃহস্পতিবার দুপুর ১২টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷

ফুসফুসে সমস্যা ভুগছিলেন তিনি৷ কয়েক মাসে অবস্থার অবনতি হতে থাকে৷ গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে৷ সেখানেই তাঁর মৃত্যু হয়৷

আরও পড়ুন বাড়িতে নেই সুহানা, শাহরুখের ছেলেদের রাখি বাঁধলেন দিদি আলিয়া, রইল ছবি...

২০০১এ নেতাজি ভিমরাও সালুঙ্কের সঙ্গে বিয়ে হয় বিদ্যার৷ তবে সেই বিয়ে বেশি দিন টেকেনি৷ স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে বিবাহবিচ্ছেদ হয় অভিনেত্রীর৷ এক সন্তান দত্তক নেন তিনি৷ সিনেমার পাশাপাশি হিন্দি সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে৷ ২০১১ সলমনের বডিগার্ড ছবিতে শেষবার দেখা গিয়েছিল বিদ্যা সিনহাকে৷

First published: August 15, 2019, 4:04 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर