corona virus btn
corona virus btn
Loading

অভিনেত্রীর বাড়ির ইলেকট্রিক বিল ৩৬হাজার! চোখ কপালে উঠল তাপসীর...

অভিনেত্রীর বাড়ির ইলেকট্রিক বিল ৩৬হাজার! চোখ কপালে উঠল তাপসীর...

শুধু একটি নয়৷ আরও একটি ফ্ল্যাটের বিল পোস্ট করে নায়িকার প্রশ্ন যে, যেই বাড়িতে সপ্তাহে মাত্র ১দিন পরিষ্কার করতে ঢোকা হয়, সেই বাড়ির বিলই বা এত আসে কী করে?

  • Share this:

#মুম্বই: বাড়ির বিজলির বিল এত্ত! হোক না অভিনেত্রীর বাড়ি, তবুও৷ নিজেই স্বীকার করছেন তাপসী৷ তাই তো তিনিও গিয়েছেন ক্ষেপে৷ কেন এত বিল, কোথা থেকে এত বেশি বিদ্যুতের মিটার উঠল, জানতে চেয়েছেন নিজেই৷ এবং সরাসরি ট্যুইটারে তুলে ধরেছেন শেষ ৩ মাসের বিল৷ কীভাবে একই বাড়িতে দুই মাসের বিলের মধ্য সামঞ্জস্য থাকলেও তৃতীয় মাসে এত বিপুল বিল আসে, প্রশ্ন তুলেছেন অভিনেত্রী৷

শুধু একটি নয়৷ আরও একটি ফ্ল্যাটের বিল পোস্ট করে নায়িকার প্রশ্ন যে, যেই বাড়িতে সপ্তাহে মাত্র ১দিন পরিষ্কার করতে ঢোকা হয়, সেই বাড়ির বিলই বা এত আসে কী করে?  তাহলে কী গোপনে তাঁর ফ্ল্যাটে কেউ ঢুকছেন এবং বিদ্যুতের বিল তারই প্রমাণ! এভাবে ব্যাঙ্গ করতেও ছাড়েননি তাপসী৷

তিনি ট্যুইট করার সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছে নির্দিষ্ট সংস্থার কর্তৃপক্ষ৷ লডাউনের আগে যে মিটার রিডিং হয়েছিল, সেটার দিকে নায়িকাকে নজর  দিতে বলা হয়েছে৷ মার্চ মাসে কেউ গিয়ে সেই কাজটা করে উঠতে পারেনি, কারণ লকডাউন চলছিল৷ এপ্রিল, মে, জুনের এমনিতে গরমের ফলে বিদ্যুত ব্যবহার বেড়ে যায়৷ সঙ্গে এই লকডাউনে প্রচুর ওয়ার্ক ফ্রম হোম হয়েছে৷ তাই বিদ্যুতের বিল বেশি আসতেই পারে৷ তবে এটাও জানায় সংস্থা যে, মহারাষ্ট্র ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের নিয়ম অনুযায়ী নেওয়া হবে বিল৷

Published by: Pooja Basu
First published: June 30, 2020, 1:02 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर