• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • রামায়ণের সহজ প্রশ্নের উত্তর না দিতে পারায় বিদ্রুপের মুখে সোনাক্ষী সিন্‌হা, সপাটে জবাব ট্যুইটারে

রামায়ণের সহজ প্রশ্নের উত্তর না দিতে পারায় বিদ্রুপের মুখে সোনাক্ষী সিন্‌হা, সপাটে জবাব ট্যুইটারে

সহজ প্রশ্নের উত্তর দিতে অন্যের সাহায্য নিতে হয়েছিল তাঁকে

সহজ প্রশ্নের উত্তর দিতে অন্যের সাহায্য নিতে হয়েছিল তাঁকে

সহজ প্রশ্নের উত্তর দিতে অন্যের সাহায্য নিতে হয়েছিল তাঁকে

 • Share this:

  #মুম্বই: কেবিসির মঞ্চে বড়সড় অস্বস্তিতে পড়লেন বলিউডের নায়িকা সোনাক্ষী সিন্‌হা ৷ সম্প্রতি কেবিসি বা কৌন বনেগা ক্রোড়পতির সেলিব্রিটি অতিথি হিসাবে গিয়েছিলেন তিনি সেখানেই রামায়ণ সংক্রান্ত সহজ প্রশ্নের জবাব দিতে পারেননি ৷ সেই কারণে তাঁকে সহায়তা নিতে হয়েছে ৷ তারপর থেকেই রীতিমত বিদ্রুপ হতে থাকে সোশ্যাল মিডিয়ায় ৷

  Sonakshi

  ২০ সেপ্টেম্বরের রাত থেকেই এই বিষয়টি নিয়েই ঠাট্টা শুরু হয়েছে ৷ এর জবাবে সোনাক্ষী ট্যুইটারে লিখেছেন তাঁর পিথা গোরাসের সূত্রও মনে নেই, মনে নেই মুঘল রাজবংশ, মার্চেন্ট অফ ভেনিস সহ অনেক কিছুই মনে নেই ৷ যদি আপনাদের কোনও কাজ না থাকে সেক্ষেত্রে আপনারা এমনটা করতেই পারেন ৷

  সোনাক্ষীকে প্রশ্ন করা হয়েছিল রামায়ণে বিশল্লকরণি কার জন্য অনুমান নিয়ে গিয়েছিলেন সেই প্রশ্নের চারটি অপশনও ছিল A.সু্গ্রীব B. লক্ষ্ণণ C.সীতা D.রাম ৷ যার সঠিক উত্তর লক্ষ্ণণ সেই উত্তরটি দিতে সোনাক্ষীকে সাহায্য নিতে হয়েছিল ৷

  First published: