#মুম্বই: সালটা ১৯৮০ ৷ আজকে যেমন লিভিং রিলেশনশিপ খুব সহজ বিষয় ৷ তখন এতটা ছিল না ৷ বিয়ে ছাড়া একজন পুরুষ ও একজন মহিলা একসঙ্গে থাকলে, সমাজের চোখে না অপরাধ ৷ সেই অপরাধটাই করে বসেছিলেন হিন্দি ছবির খ্যাতনামা অভিনেত্রী স্মিতা পাটিল ৷ ১৩ ডিসেম্বর তাঁর মৃত্যুদিনে শুধু সিনেমার পর্দায় নয়, তাঁর জীবন পর্দার গল্পও যেন বার বার নাড়া দেয় ৷ তাই তো মৃত্যুর এত বছর পরেও, স্মিতার কথা উঠলেই, এক সাহসী, অসামান্য অভিনেত্রীর কথা মনে পড়ে যায় ৷
সিনেমার পর্দায় বরাবরই একেবারে অন্যধারার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে, মশালা ছবির বাইরে আর্ট ঘরানার ছবিতে অভিনয় করেই বেশি জনপ্রিয় হয়েছিলেন স্মিতা ৷ আর কেরিয়ারে উর্ধ্ব গগণে থাকার সময়েই অভিনতা রাজ বব্বরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন স্মিতা ৷
রাজ বব্বরের সঙ্গে প্রেম তো করে বসেন স্মিতা ৷ রাজও স্মিতার প্রেমে হাবুডুবু ৷ অন্যদিকে তখন রাজ বিবাহিত৷ দু’সন্তানের বাবা ৷ রাজ ও স্মিতার প্রেমকে মেনে নিতে পারেন না রাজের পরিবার ৷ পরিণাম, স্মিতার প্রেমকে স্বীকৃতি দিতে রাজ বব্বর বাড়ি ছাড়েন, পরিবার ছাড়েন ৷ বিয়ে না করেই থাকতে শুরু করেন রাজ বব্বরের সঙ্গে ৷