Home /News /entertainment /

‘বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া’- হার্দিকের ছেলে বাপের পথেই পা বাড়াচ্ছে, দেখুন ভাইরাল ভিডিও

‘বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া’- হার্দিকের ছেলে বাপের পথেই পা বাড়াচ্ছে, দেখুন ভাইরাল ভিডিও

Photo Courtesy- Instagram

Photo Courtesy- Instagram

এদিকে হার্দিক ঘরণীর স্পোর্টস ব্রা ও লাইক্রা প্যান্টে চাবুক ফিগারের ভিডিও -য় ভাইরাল৷

 • Share this:

  #মুম্বই: নাতাশা স্ট্যানকোভিচ নিজের ছেলের সঙ্গে দারুণ এক ভিডিও শেয়ার করেছেন৷  হার্দিক-নাতাশার চার মাসের ছেলে অগস্ত্য৷ তাঁদের খুদে ছানা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় সুপার ভাইরাল৷ মায়ের সঙ্গে ছানার একটি ভিডিও পোস্ট হয়েছে ৷

  ক্রপ টপ ও টাইট লেগইনসে নাতাশার ফিগার একেবারে মারকাটারি , কে বলবে মাত্র চারমাস আগে তিনি সন্তানের জন্ম দিয়েছেন ৷ কোথাও ফ্যাটের লেশমাত্র নেই৷ নাতাশা ছেলেকে কোলে নিয়ে War ছবির সুপারহিট গান ‘জয় জয় শিব শঙ্কর’ ৷ আর সেই ডান্স নাম্বারের তালেই নাচছেন মা ও ছানা৷

  সিনেমায় এই গানে দুই তারকা ডান্সার হৃত্বিক রোশন ও টাইগার শ্রফকে নাচতে দেখা গেছে৷ সেই নাচের থেকে অনেকটাই আলাদা এই নাচ - তবে ভীষণই মিষ্টি হার্দিকের ছেলের এই নাচ ৷

  এমনিতেই হার্দিকের ক্রিকেটের বাইরে আলাদা একটা রূপ আছে৷ তিনিও নাচগান পছন্দ করেন৷ আর ছেলেও খুদে বয়স থেকে সেই পথেই হাঁটছে৷  আর তাকে পথ দেখাচ্ছে তার মা নিজেই৷ দেখে নিন সেই ভিডিও ৷

  নাতাশা প্রেগন্যান্ট হওয়ার পরেই হার্দিক নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে গাঁটছড়া বাঁধেন৷ তার কয়েক মাসের পরেই অগাস্ত্য জন্মায়৷ এদিকে নাতাশার চমকপ্রদ ফিগারে এখন মজে সকলেই৷ সকলেই তার কাছে জানতে চাইছে সিক্রেট৷ চাবুক ফিগারে ভিডিও পোস্টও করছেন নাতাশা দেদার৷

  লাইক্রা প্যান্ট ও স্পোর্টস ব্রা-তে নিজের উদ্ভিন্ন যৌবন একেবার খোলামেলা তুলে ধরেছেন হার্দিক ঘরণী নাতাশা ৷ নাতাশা জানিয়েছেন তিনি জিম করা একেবারেই পছন্দ করেন না৷ তিনি খাওয়া কন্ট্রোল করেই নিজের পুরনো চেহারায় ফিরেছেন৷

  ভাদোদরায় এ বছরের ৩০ জুলাই জন্মেছে হার্দিক -নাতাশার সন্তান অগাস্ত্য৷ হার্দিক ছেলের হাতের ছবি পোস্ট করে এই সুখবর জানিয়েছিলেন৷

  Published by:Debalina Datta
  First published:

  Tags: Hardik Pandya, Natasa Stankovic, Viral Video

  পরবর্তী খবর