#মুম্বই: নতুন বছরে নতুন অঙ্গীকার নিলেন অভিনেত্রী কৃতী স্যানন। নিজের আবেগ, ভালো লাগা, খারাপ লাগা, দুর্বলতা এবং মন খারাপের সমস্ত কথা একটি জার্নালে বন্দি করে রাখবেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্য়মে এমনই জানালেন কৃতী।
কৃতী প্রায়ই ইনস্টাগ্রামে নিজের লেখা কবিতা পোস্ট করেন। আবার কখনও কবিতা না হলেও, নিজের স্বাভাবিক একটা ভাবনার কথা সুন্দর শব্দবন্ধনীতে প্রকাশ করেন। তাই সেই লেখাগুলিই যাতে এক জায়গায় গচ্ছিত থাকে সেই ব্যবস্থাই করবেন তিনি।
ইনস্টাগ্রাএ পোস্ট করে কৃতী লেখেন, "মানুষকে সবসময়ে আবেগ চেপে রাখতে হয়। দুর্বলতা, দুঃখ, ভয়, রাগ, হতাশা, নিরাপত্তাহীনতা, এইগুলিকে দুর্বলতার চিহ্ন হিসেবে দেখানো হয়। শৈশবে আমরা চিৎকার করে কাঁদি, চেঁচাই, হাসি, না ভেবে কথা বলি। সবকিছু সহজ থাকে। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমরা অন্যরকম আচরণ করি এবং মুখোশের আড়ালে চলে যাই। আমরা মনে করি একটা, বলি আর একটা।"
কৃতী আরও লেখেন, "আমি কখনও নতুন বছরে অঙ্গীকার নেওয়ায় বিশ্বাসী নই। কিন্তু এই বছর আমি নিজের মতো করে নিজের কথা প্রকাশ করব বলে ভেবেছি। নিজের মনের কথা লিখে রাখব। এটা আমার মেডিটেশন করার ধরন।"
কৃতী তাঁর সোশ্যাল মিডিয়া ফলোয়ারদেরও জিজ্ঞাসা করেন যে কোনও কাজটা তাঁরা নতুন বছরে করতে চান। অভিনেত্রী এও জানান তাঁর নতুন বছরটা কী ভাবে শুরু হয়েছে।