#হায়দরাবাদ: ছবির একটি গানের জন্য নায়িকাকে পরতে হত বিকিনি৷ এই প্রস্তাবে প্রবল সমস্যায় পড়লেন নায়িকা৷ কারণ তিনি মনে করেছিলেন যে তাঁর শরীরের যা গঠন, তাতে তাঁকে বিকিনিতে মানাত না৷ বিকিনি পরার জন্য চাই ছিপছিপে চেহারা, আর তিনি অনেকটাই স্থুল৷ তাহলে স্ক্রিনে তাঁকে কি মানাবে? এই প্রশ্ন বারবার নিজেই করেছিলেন নায়িকা৷ ৬ মাস লেগেছিল তাঁকে বোঝাতে৷ শেষ পর্যন্ত বিকিনি শটের জন্য রাজি হয়েছিলেন তিনি৷
বিকিনি পরে নায়িকার নাচ ছিল সুপারহিট৷ তাতেই কিছুটা ভরসা পেয়েছিলেন উইনার ছবির নায়িকা কিরণ রাঠোর৷ সেই ছবিরই একটি গানের জন্য এই পোশাক পরতে হয়েছিল তাঁকে৷ তবে এটাই ছিল প্রথম এবং শেষবারের মতো কিরণের বিকিনি শ্যুট৷ এরপর আর তাঁকে দেখা যায়নি এভাবে৷ তবে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে এরপরে নিজের চেহারা টানটান করে তিনি আবার ফিরবেন বিকিনি অবতারে!
দক্ষিণী ছবিতে কিরণ খুবই জনপ্রিয়৷ এছাড়া হিন্দি ছবিতেও দেখা গিয়েছে তাঁকে৷ তাঁকে শেষ দেখা গিয়েছে মুথিনা কাথিরিকাই ছবিতে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।