corona virus btn
corona virus btn
Loading

জ্যাকলিন ফার্নান্ডেজ জীবনে প্রথম ট্যাটু করালেন তাও পেটে ! ভিডিও ভাইরাল

জ্যাকলিন ফার্নান্ডেজ জীবনে প্রথম ট্যাটু করালেন তাও পেটে ! ভিডিও ভাইরাল

জীবনে প্রথম ট্যাটু করালেন তাও পেটে

  • Share this:

#মুম্বই: বলিউডের অন্যতম সুপাহিট নায়িকা জ্যাকলিন ফার্নান্ডেজকে সবাই হট হিরোয়িন বা নায়িকা বলেই মনে করেন সবাই ৷ সব সময়েই বিভিন্ন কার্যকলাপের জন্য সব সময়েই চর্চায় রয়েছেন ৷ সম্প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন সেই ভিডিওর বিষয়বস্তু হল ৷ তিনি একটি ট্যাটু শেয়ার করেছেন ৷

জ্যাকলিন সম্প্রতি পেটে একটি ট্যাটু করিয়েছেন সেই ভিডিওটি ইনস্টাগ্রামে তুমুল গতিবেগে ছড়িয়েছে ৷ এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করার সময়ে তিনি লিখেছেন প্রথমবার ট্যাটু ৷ প্রথমবার ট্যাটু পেটে করিয়েছেন জ্যাকলিন ৷ ভিডিওতে দেখা গিয়েছে তিনি পেটে আঁকা ট্যাটু দেখাচ্ছিলেন ৷

ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় লাইক ও কমেন্ট পড়েছে ৷ কেউ কেউ আবার হট শব্দটিও লিখেছেন ৷ আলাদীন ছবি দিয়েই বলিউডে যাত্রা শুরু করেছিলেন জ্যাকলিন ৷ তবে সলমনের সঙ্গে অভিনয় করা ছবি কিক থেকেই জনপ্রিয় হয়েছেন ৷ তবে সোনা যাচ্ছে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ড্রাইভ ছবিতে দেখতে পাওয়া যাবে ৷

First published: October 6, 2019, 7:23 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर